আরও আরামদায়ক হচ্ছে কলকাতা মেট্রো। আরও বাড়ছে যাত্রী স্বাচ্ছন্দ্যের ব্যবস্থাগুলি। কলকাতা মেট্রোর নোয়াপাড়ার কারশেডে দুটি নতুন রেক এসেছে। ডালিয়ান রেক নামে পরিচিত সেই রেক। বর্তমানে যে রেকগুলি কলকাতা মেট্রোতে রয়েছে তার তুলনায় এই নয়া রেকগুলি আরও বেশি আরামদায়ক। কী ধরনের সুবিধা থাকছে এই নয়া রেকে?
এই নতুন রেকগুলির দরজা বর্তমান রেকের তুলনায় অনেকটাই চওড়া। দেখা যাচ্ছে এই রেকগুলির দরজা বর্তমান রেকের তুলনায় প্রায় ১০০ মিমি চওড়া। একাধিক অত্যাধুনিক সুবিধা থাকছে এই নয়া রেকগুলিতে। এখানে বিশেষ আসনের ব্যবস্থা থাকবে। সেই সঙ্গেই এই নয়া রেকের এসির ব্যবস্থা আরও উন্নত থাকবে। সেই সঙ্গেই এই রেকগুলিতে শব্দ প্রায় নেই বললেই চলে। সেই সঙ্গেই এই নয়া রেকে যে আলোর ব্যবস্থা থাকবে সেটাও বেশ উন্নত।
একাধিক প্রযুক্তিগত ব্যবস্থাও থাকবে। এখানে রেইন ওয়াটার চ্যানেল, সাইড স্টপার, স্টেনলেস স্টিল কার বডি। এমনকী এই রেক একদিকে যেমন পরিবেশ বান্ধব তেমনি এই রেকের সুরক্ষা ব্যবস্থাও অত্যন্ত ভালো। এই রেকে পিছলে পড়ে যাওয়ার আশঙ্কা নেই। অ্যান্টি স্কিড রাবার ফ্লোরিং থাকছে এই রেকে। অগ্নি নির্বাপক ব্যবস্থাও থাকছে অত্যন্ত উন্নত ধরনের। ডিস্ক ব্রেক স্টিস্টেমও থাকছে বেশ উন্নত ধরনের। এককথায় একদিকে যাত্রী স্বাচ্ছন্দ্য আগের তুলনায় অনেক ভালো। আর অন্যদিকে যাত্রী সুরক্ষাও আগের তুলনায় অনেক উন্নত বলে মনে করা হচ্ছে।
এই ধরনের রেকে ঝাঁকুনি প্রায় নেই বললেই চলে। এর জেরে যাত্রা আরও আরামদায়ক হবে। কার্যত এবার মেট্রোর এই রেকে চড়লেই চলে আসবে আরামের ঘুম। এই রেকগুলিতে প্রবীন নাগরিক ও বিশেষভাবে সক্ষমদের জন্য় বিশেষ বসার ব্যবস্থা থাকবে। হুইল চেয়ার পার্কিংয়ের ব্যবস্থা, নানা ভাষি ডিসপ্লে বোর্ড, অ্য়ালার্ম, এসি আরও উন্নত, অন্দরসজ্জা আরও ঝকঝকে, আরও স্মার্ট হবে এই নয়া রেক।
কলকাতা মেট্রো বর্তমানে একাধিক নতুন রুটে চালু করা হয়েছে। যার জেরে সাধারণ যাত্রীদের সুবিধা অনেকটাই হয়েছে। কলকাতা এয়ারপোর্ট মেট্রোকে ঘিরেও নতুন আশায় বুক বাঁধছেন অনেকেই। জোরকদমে কাজ চলছে। এবার কলকাতা মেট্রোর পালকে যুক্ত হচ্ছে নতুন পালক। আরও আরাম দায়ক হচ্ছে রেক। ক্লান্তি দূর হবে যাত্রীদের। যাত্রী স্বাচ্ছন্দ্য একেবারে বিদেশের মতো। দরজা হবে আরও চওড়া। এর জেরে ঠেলাঠেলি কমবে।