রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল হল এনআরএস হাসপাতাল। আজিকরের ঘটনার প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতির জেরে হাসপাতালগুলিতে ব্যাহত হয়েছে রোগী পরিষেবা। তার ওপর এনআরএস হাসপাতালে ১০০ টির বেশি রোগের ওষুধ নেই। যার মধ্যে রয়েছে সাধারণ জ্বর থেকে শুরু করে ব্যথার ওষুধ, আবার মশাবাহিত রোগের এই ভরা মরশুমে ম্যালেরিয়ার ওষুধ পর্যন্ত নেই। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের।
আরও পড়ুন: ইঞ্জেকশনের ভায়ালের মধ্যে ছত্রাক! শিশুকে দিতে গিয়ে চমকে উঠলেন নার্স এনআরএসে
জানা গিয়েছে, হাসপাতালে কাশি, হাঁচি, জ্বর জালা, ব্যথার ওষুধ, কোষ্ঠকাঠিন্য বা কৃমি, কোলেস্টেরলের ওষুধ নেই। এছাড়াও নেই ইনহেলার, জরুরী অ্যান্টিবায়োটিক, মাল্টিভিটামিন, কিছু অ্যান্টি ক্যান্সার ও থ্যালাসিমিয়ার মতো রোগের ওষুধ। শুধু তাই নয় সুগার এবং প্রেসারের মতো ওষুধও স্টকে পাওয়া যাচ্ছে না। ডাক্তাররা প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন অথচ দেখা যাচ্ছে ৫ টার মধ্যে ৩টি বা ৪টে ওষুধ মিলছে না বলে অভিযোগ। ফলে বাধ্য হয়ে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে দরিদ্র রোগীদের অথবা ন্যায্যমূল্যের ওষুধের দোকান থেকে কিনতে হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই অবস্থা চলছে প্রায় ৬ মাস ধরে। যদিও সম্প্রতি কিছুদিন হল পরিস্থিতির সামান্য উন্নত হয়েছে বলেই জানা যাচ্ছে। কিন্তু এখনও প্রচুর রোগের ওষুধ মিলছে না। উল্লেখ্য, এনআরএসের ইমারজেন্সি বিল্ডিংয়ের কাছে ৯টি ওষুধ কাউন্টার রয়েছে। সরকারি তালিকা থেকে সেখানে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এতদিন ক্যানসার, থ্যালাসেমিয়ার মতো মহার্ঘ্য ওষুধও দেওয়া হচ্ছিল। কিন্তু, আর্থিক দুরবস্থা এবং সময়ে টেন্ডার না করার কারণে গত দুবছরের বেশি সময় ধরে ঠিকমতো ওষুধ সরবরাহ হচ্ছে না বলেই অভিযোগ। যার ফলে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে।
যে সমস্ত প্রয়োজনীয় ওষুধ মিলছে না তার মধ্যে রয়েছে মাল্টিভিটামিন সিরাপ, জ্বর ব্যথার ওষুধ, গ্যাস ও বমি আটকানোর ওষুধ ডোপপেরিডন ট্যাবলেট, জ্বর ও ব্যথার ওষুধ প্যারাসিটামল সিরাপ, পেটের অসুখ বা সংক্রমণে ক্ষতিগ্রস্ত অন্ত্রকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রোবায়োটিক ও প্রোবায়োটিক ক্যাপসুল, সালবুটামল ইনহেলার ও ট্যাবলেট, অ্যাসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক ও আইব্রুফেন, ব্যথার অ্যামক্সিসিলিন, অ্যান্টিবায়োটিক, প্রভৃতি ওষুধ। এছাড়াও রয়েছে কৃমির ওষুধ, ইনসুলিন সহ বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ।হাসপাতালের অধ্যক্ষ ডা. পীতবরণ চক্রবর্তী জানিয়েছেন, এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান হবে।