বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Lockdown 3.0: নিরাপত্তার অভাবে চেম্বার বন্ধ রাখছেন চিকিৎসক, ফাঁপরে রোগীরা

Lockdown 3.0: নিরাপত্তার অভাবে চেম্বার বন্ধ রাখছেন চিকিৎসক, ফাঁপরে রোগীরা

লকডাউনে কলকাতার রাস্তায় টহল স্বাস্থ্যকর্মীদের। ছবি: পিটিআই। (MINT_PRINT)

চিকিৎসকদের দাবি, চেম্বার খোলা রাখলে চিকিৎসক-সহ বহু মানুষ করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কায় পড়তে পারেন।

যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও সঠিক কিটের অভাবে পশ্চিমবঙ্গের অধিকাংশ চিকিৎসক প্রাইভেট প্র্যাক্টিস বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন, যার ফলে বিপাকে পড়তে হচ্ছে রোগীদের। 

কলকাতা থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ বঙ্গের প্রান্তিক এলাকায় পুরনো অসুখে ভোগা রোগীরা চিকিৎসকের অভাবে বিপদে পড়েছেন। 

বীরভূমের সিউড়ির বাসিন্দা বর্ষীয়ান সংগীতশিল্পী স্বপ্না চক্রবর্তী যেমন জানিয়েছেন, ‘আমাদের মতো শহরে লোকে আটপৌরে ডাক্তারের চেম্বারে যেতেই অভ্যস্ত। কিন্তু লকডাউনে সেগুলির বেশিরভাগই বন্ধ রয়েছে বলে অসুবিধা হচ্ছে। সৌভাগ্যক্রমে মাত্র কয়েক জন চিকিৎসক বাড়ি এসে রোগী দেখছেন।’

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের সামাজিক দূরত্ব বিধি মেনে  বেসরকারি ক্লিনিক ও চেম্বার চালু করার জন্য আবেদন জানান। কিন্তু চিকিৎসকদের দাবি, তার জেরে চিকিৎসক-সহ বহু মানুষ করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কায় পড়বেন। 

ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম-এর সম্পাদক কৌশিক চাকি জানিয়েছেন, সঙ্গত কারণেই ফোন ও ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে রোগী দেখার জন্য চিকিৎসকদের পরামর্শ দিয়েছে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া। 

ছোটখাটো ক্লিনিক ও ডাক্তারের চেন্বার চালু করার অন্যতম বাধা হল সামাজিক দূরত্ব বিধি মানা, রোগীদের স্ক্রিনিং ও তাঁদের সফর ইতিহাস নথিভুক্ত করার পর্যাপ্ত ব্যবস্থা ও পরিকাঠামোর অভাব। রাজ্য সরকারের তরফে জারি করা নির্দেশিকায় হাসপাতালে রোগী দেখা চিকিৎসকদের পিপিই, এন৫ মাস্ক ইত্যাদি আবশ্যিক করা হয়েছে। 

কৌশিকবাবুর দাবি, গত ২৮ এপ্রিল মুখ্যংমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিষয়গুলি আলোচিত হয়েছে। তাঁর প্রশ্ন, চেম্বার খোলা রাখলে অতিমারির প্রকোপ বাড়ার সম্ভাবনা যে বাড়বে না, সে প্রতিশ্রুতি কে দেবে? তা ছাড়া, নিরাপত্তার কারণে সরকারি বিধি বলবৎ করার বিপুল খরচ কে দেবে? 

একই প্রশ্নের জবাব না পেয়ে বেসরকারি ক্লিনিক ও চেম্বারে রোগী দেখা বন্ধ রাখতে বাধ্যে হয়েছেন বাংলার অধিকাংশ চিকিৎসক।

শুধু ছোটখাটো ক্নিনিক ও চেম্বারই নয়, সমস্যায় পড়েছে বড় হসপিটাল চেনগুলিও। এএমআরআই হাসপাতালের তরফে তাঁদের মুখপাত্র জানিয়েছেন, রোটেশন পদ্ধতিতে ওপিডি বিভাগে রোগী দেখছেন তাঁদের ৪০%  চিকিৎসক। রোগীদের ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। যাঁরা হাসপাতালে আসছেন, তাঁদেরও সামাজিক দূরতচ্ব বজায় রাখতে ছড়িয়ে ছিটিয়ে বসানো হচ্ছে।

শহর কলকাতায় তবু রোগীদের জন্য কিছু বিকল্প ব্যবস্থার সুবিধা রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের ছোট শহরগুলিতে রোগীদের সমস্যা থেকে রেহাই পাওয়ার আশু সম্ভাবনা দেখা যাচ্ছে না।

 

বাংলার মুখ খবর

Latest News

তাপপ্রবাহের মাঝে বৃষ্টির সুখবর! সোমে খেলা ঘুরিয়ে বর্ষণের সম্ভাবনা কোথায় কোথায়? এবার লোকাল ট্রেন থেকেও বেরল ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা, তুলকালাম কাণ্ড ব্যান্ডেলে কোলে ৩ বছরের কেশব! মা হতে চলেছেন মধুবনী, লিখলেন ‘Pregnant’, সঙ্গে ইভিল আই ইমোজি মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না কোন রহস্যের সমাধান করবেন ‘ফেলুবক্সী’ সোহম, প্রকাশ্যে ছবির প্রথম ঝলক অস্কার পেলেও ‘জয় হো’ কম্পোজ করেননি রহমান! কোন সত্য ফাঁস করলেন রাম গোপাল? আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার ভাঙড়ে শওকত মোলার নামে পড়ল পোস্টার, উঠল তৃণমূল বিধায়ককে গ্রেফতারের দাবি পিছল মেট্রো ইন দিনোর মুক্তির দিন, সেপ্টেম্বর নয়, কবে আসছে আদিত্য-সারার ছবি? আপাতত হচ্ছে না বহু প্রতীক্ষিত মোদী-মাস্ক বৈঠক, সফর পিছিয়ে দিলেন টেসলা প্রধান

Latest IPL News

মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.