বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > নিজের প্রেমিকের ‘ভোগের জন্য’ মেয়েকে সাজিয়ে দিতেন মা, গ্রেফতার মহিলা

নিজের প্রেমিকের ‘ভোগের জন্য’ মেয়েকে সাজিয়ে দিতেন মা, গ্রেফতার মহিলা

গ্রেফতার করা হয়েছে মা ও তার প্রেমিককে। 

এই ঘটনা কতদিন ধরে হত, আর কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কি না তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি অভিযুক্ত মা ও তার প্রেমিকের সঙ্গে কথা বলে ঘটনার ব্যাপারে জানার চেষ্টা করা হচ্ছে।

ভয়াবহ ঘটনা বাগুইআটিতে। মায়ের প্রেমিকের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতেন কন্যা। আর মেয়ের অভিযোগ মা তাকে জোর করে এই সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য চাপ দিত। এমনকী মায়ের সামনেও দিনের পর দিন ধরে প্রেমিকের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য চাপ দিত মা। এমনটাই অভিযোগ মেয়ের। তবে শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে বাগুইআটি থানায় গিয়ে গোটা ঘটনা খুলে বলেন মেয়ে। মা ও তার প্রেমিকের বিরুদ্ধেও তিনি অভিযোগ দায়ের করেছেন। তারপরই মা ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় মা ও তার বন্ধুর ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠছে।  ঠিক কী হয়েছিল ঘটনাটি?

সূত্রের খবর, কৃষ্ণনগরের বাসিন্দা ওই মহিলার স্বামী মারা গিয়েছেন। এরপর তিনি নিউ টাউনে তাঁর ভাইয়ের কাছে থাকতে শুরু করেছিলেন। পরে তারা বাগুইআটি এলাকায় জ্যাংরা হাতিয়ারায় একটি ভাড়াবাড়িতে উঠে যান। এদিকে অভিযুক্ত সুমন ঝা নামে ওই যুবকের সঙ্গে তার আগে থেকেই আলাপ ছিল। পরে সোস্যাল মিডিয়ার মাধ্যমে তাদের ফের আলাপ হয়। ওই মহিলার কাছে মাঝেমধ্যেই আসতেন সুমন। মহিলার সঙ্গে ক্রমে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এরপরই আসল ঘটনা।

মহিলার মেয়ের অভিযোগ, মায়ের প্রেমিক মায়ের সামনে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। মায়ের মদতেই সে এই কাজ করত। বার বার বারণ করা সত্ত্বেও শুনত না। তবে লোকলজ্জায় তিনি বিষয়টি চেপে যান। কিন্তু একসময়ে তার সহ্য়ের বাঁধ ভেঙে যায়। কার্যত বাধ্য হয়েই তিনি এরপর পুলিশের কাছে গিয়ে মা ও তার প্রেমিকের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ইতিমধ্যেই মা ও তার প্রেমিককে গ্রেফতার করেছে। 

এদিকে গোটা ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। এদিন থানায় মা ও তার প্রেমিককে নিয়ে আসার সময় মেয়ে নিজেও উপস্থিত ছিলেন। গোটা ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। মায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে মেয়ের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তদন্তে নামে। এই ঘটনা কতদিন ধরে হত, আর কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কি না তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি অভিযুক্ত মা ও তার প্রেমিকের সঙ্গে কথা বলে ঘটনার ব্যাপারে জানার চেষ্টা করা হচ্ছে। অভিযোগকারী মেয়ের সুরক্ষার জন্য় তৎপর হয়েছে পুলিশ। 

বন্ধ করুন