বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mukul Roy: পঞ্চায়েত নির্বাচনে কোনও বড় দায়িত্ব পাচ্ছেন মুকুল রায়?‌ জবাব দিলেন রায়সাহেব

Mukul Roy: পঞ্চায়েত নির্বাচনে কোনও বড় দায়িত্ব পাচ্ছেন মুকুল রায়?‌ জবাব দিলেন রায়সাহেব

মুকুল রায়। (HT_PRINT)

বিজয়ার পরও তাঁকে কালীঘাটে যেতে দেখা গিয়েছিল। দু’‌বারই পৃথক বৈঠক হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বলে সূত্রের খবর। তাছাড়া জেলার সমীকরণটা মুকুল রায়ের মতো কেউ ভাল করে জানেন না। তাই পঞ্চায়েত নির্বাচন তাঁকে দিয়েই খেলে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে বড় পদ দিয়েই এটা করা হবে বলে সূত্রের খবর।

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। এবার পঞ্চায়েত নির্বাচনে বড় সাফল্য ধরে রাখতে চায় তৃণমূল কংগ্রেস। তাই মুকুল রায়কে কাজে লাগানো হতে পারে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, পঞ্চায়েত নির্বাচনের আগে দলে কি বড় দায়িত্ব পেতে চলেছেন মুকুল রায়? এই প্রশ্ন উঠতে শুরু করেছেন কারণ দু’‌দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভাইফোঁটা নিয়েছেন তিনি। আবার সেপ্টেম্বর মাসে তৃণমূল কংগ্রেস ভবনে গিয়ে বৈঠক করেছেন তিনি। সম্প্রতি অর্জুন সিং, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিকরাও গিয়েছেন মুকুল রায়ের বাড়িতে। তাই ঘটনাপ্রবাহ সেই ইঙ্গিতই দিচ্ছে।

কেন এমন প্রশ্ন উঠছে? বড় দায়িত্বের বিষয় নিয়ে যদিও কোনও মন্তব্য করতে চাননি মুকুল রায়। প্রায় আট বছর পর ফের ভাইফোঁটায় মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন মুকুল রায়। বিজয়ার পরও তাঁকে কালীঘাটে যেতে দেখা গিয়েছিল। দু’‌বারই পৃথক বৈঠক হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বলে সূত্রের খবর। তাছাড়া জেলার সমীকরণটা মুকুল রায়ের মতো কেউ ভাল করে জানেন না। তাই পঞ্চায়েত নির্বাচন তাঁকে দিয়েই খেলে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে বড় পদ দিয়েই এটা করা হবে বলে সূত্রের খবর।

ঠিক কী বলছেন মুকুল রায়?‌ এই বিষয়ে মুকুল রায় সংবাদমাধ্যমে বলেন, ‘‌না, এই সম্পর্কে কোনও আলোচনা হয়নি। এটা সৌজন্য সাক্ষাৎ। এটা কোনও ঘটনা নয়। দুর্গাপুজোর পর কালীপুজো। এটি একটি পরম্পরা। আমরা সকলে একে অপরের বাড়িতে যাই, দেখা সাক্ষাৎ করি। নির্বাচনে যদি নামি, তাহলে তো নিশ্চয়ই সর্বশক্তি দিয়ে নামব। দল যদি আমাকে বলে এই কাজ তোমায় করতে হবে, তাহলে আমি নিশ্চয়ই করব। লড়াইয়ের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম এবং লড়াই করেই বেঁচে আছেন। এই নিয়ে তো কোনও দ্বিমত নেই।’‌

আর কী জানা যাচ্ছে? সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের আগে দলের একটি গুরুত্বপূর্ণ পদ‌ মুকুল রায়কে দেওয়া হবে। পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে ঠেকাতে মুকুলই হবে তুরুপের তাস। তাই তাঁকে মহাসচিব পদটি দেওয়া হবে। সেখানে আগে পার্থ চট্টোপাধ্যায় ছিলেন। তিনি এখন জেলে। সেই শূন্যস্থান মুকুলকে দিয়েই পূরণ করতে চান তৃণমূল সুপ্রিমো। তৃণমূল ভবনে গিয়ে মুকুল রায় সম্প্রতি বলেছিলেন, ‘আমি এখনও মরে যাইনি, বেঁচে আছি।’‌ তাই এবার ভূমিকায় দেখা যেতে পারে তৃণমূল কংগ্রেসের একদা সেকেন্ড–ইন–কমান্ডকে।

বন্ধ করুন