বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Municipality Recruitment Scam: ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে সেই সিবিআই-ই

Municipality Recruitment Scam: ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে সেই সিবিআই-ই

কলকাতা হাইকোর্ট। ছবি সৌজন্য : পিটিআই (PTI)

এর আগে এই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যায় রাজ্য। কিন্তু বিচারপতি সিনহা সেই আগের রায়ই বহাল রাখেন।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ দিল না হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে এখনই ও হস্তক্ষেপ আদালত করবে না। এই মামলার পরবর্তী শুনানির দিন ইডিকে মামলার কেস ডায়রি আনতে বলা হয়েছে। 

এর আগে এই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যায় রাজ্য। কিন্তু বিচারপতি সিনহা সেই আগের রায়ই বহাল রাখেন। একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। কিন্তু গত শুক্রবার হাইকোর্টের দুটি ডিভিশন বেঞ্চ মামলাটি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে ফেরত পাঠিয়ে দেয়। দুই বেঞ্চেরই যুক্তি ছিল যেহেতু মামলা তাঁদের শুনানির তালিকায় নেই তা শোনা যাবে না।

রাজ্য তরফে মামলাটির দ্রুত শুাননি চেয়ে প্রধান বিচারপতির দফতরে চিঠি দেওয়া হয়। সোমবার থেকে গ্রীষ্মাবকাশ শুরু হচ্ছে হাইকোর্টে। তার আগে শনি ও রবিবার আদালত বন্ধ ছিল। ফলে রাজ্যের আবেদন জমা পড়ে আদালতে গ্রীষ্মাবকাশ ডিভিশন বেঞ্চে। বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অপূর্ব সিন‌্হা রায়ের সেই ডিভিশন বেঞ্চে সোমবার সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না।

রাজ্যে সরকারের আইনজীবী আদালতে বলেন, 'কোনও প্রমাণ নেই। সব অভিযোগ ভিত্তিহীন। দু’টি মামলার যোগসূত্র বলতে নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের সংস্থার শুধু লিংক দেওয়া হয়েছে। আদালতে কোনও চাকরি প্রার্থী আসেননি যিনি বঞ্চিত হয়েছেন।'

ইডির আইনজীবী বলেন,'এজেন্সি কোথাও বেআইনি আর্থিক লেনদেনের নিয়ে সন্দেহপ্রকাশ করে তাহলে তদন্ত করতে পারে। তার জন্য বিস্তারিত তথ্য লাগে না।' তদন্তের কতটা অগ্রগতি হয়েছে তার বিস্তাররিত তথ্যও আদালতে দেখাতে চান তিনি।' পুরসভা নিয়োগ দুর্নীতি ও শিক্ষক নিয়োগ দুর্নীতির মধ্যে যোগাযোগ আছে কি না তা খতিয়ে দেখতে চায় আদালত। সে কারণ আদালতে ইডিকে কেস ডায়েরি পেশ করার নির্দেশ দেয ডিভিশন বেঞ্চ। আগামী ৬ জুন পরবর্তী শুনানি।

বন্ধ করুন