কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনার বেহালায় শিশুকন্যাকে যৌন হেনস্থা করার অভিযোগ পুরসভার পরিচ্ছন্নতা কর্মীর বিরুদ্ধে। বুধবার সকালে এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের শীলপাড়া এলাকা। অভিযুক্তকে বাতিস্তম্ভে বেঁধে ব্যাপক গণধোলাই দেয় জনতা। এর পর তাঁর চুল কেটে মুখে কালি মাখিয়ে দেওয়া হয়। খবর পেয়ে হরিদেবপুর থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায়। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে শিশুকন্যার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো বুধবার সকালেও শীলপাড়া এলাকায় সাফাইয়ের কাজ করছিলেন ওই পরিচ্ছন্নতা কর্মী। তখন বাড়ির সামনেই খেলা করছিল ৪ বছরের শিশুকন্যা। স্থানীয়দের অভিযোগ, আসেপাশে কেউ নেই দেখে শিশুকন্যাকে যৌন নিগ্রহের চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু সেই ঘটনা দেখে ফেলেন কয়েকজন। এর পর ওই পরিচ্ছন্নতা কর্মীকে ঘিরে ধরেন তাঁরা। সঙ্গে সঙ্গে অন্যান্য এলাকাবাসীরাও জড়ো হয়ে যান। অভিযুক্তকে বাতিস্তম্ভে বেঁধে ফেলেন তাঁরা। এর পর শুরু হয় গণধোলাই। অভিযুক্তের চুল কেটে দেওয়া হয় ট্রিমার দিয়ে। এর পর তার মুখে কালি মাখিয়ে দেন স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিদেবপুর থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে থানায় আনতে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে তারাও। এর পর থানায় পৌঁছয় নির্যাতিতা শিশুটির পরিবার। পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে তারা।
এই ঘটনায় ফের শহর কলকাতা ও লাগোয়া এলাকায় নাবালিকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। প্রশ্ন উঠছে, নাবালিকা খুন ও ধর্ষণের একের পর এক ঘটনায় অভিযুক্তদের ফাঁসির সাজা হলেও কেন কমছে না অপরাধপ্রবণতা।