সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক গণপিটুনির ঘটনা ঘটেছে। কোথাও ছেলেধরা সন্দেহে, আবার কোথাও চোর সন্দেহে গণপ্রহারের শিকার হয়েছেন নিরীহ মানুষজন। তাতে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। এই ধরনের ঘটনা রুখতে এবার আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। গণপিটুনির ঘটনা শক্ত হাতে দমন করতে নবান্নের তরফে সব জেলার পুলিশকে নির্দেশ দেওয়া হল। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়া হবে বলে মঙ্গলবার নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: 'তাড়াতাড়ি এসো…' গণপিটুনিতে মৃত্যুর আগে মালিককে ফোন করে আর কী বলেছিলেন ইরশাদ?
নবান্নে এদিন সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ বর্মা। সেখানেই গণপিটুনির ঘটনায় কড়া পদক্ষেপের পাশাপাশি তাঁরা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন। আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা রাজ্য সরকারের নজরে এসেছে। পুলিশ প্রশাসনকে এ নিয়ে সর্তক থাকতে এবং আইনানুগ পদক্ষেপ নিতে বলা হয়েছে। সাধারণ মানুষকেও সতর্ক ও জাগ্রত হতে হবে। ঘটনাগুলি দুঃখজনক। এই ধরনের ঘটনায় ক্ষতিপূরণ যথেষ্ট নয়। তাও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে একটি করে হোমগার্ডের চাকরি ও পরিবার পিছু দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।’
গণপিটুনির ঘটনার পরিপ্রেক্ষিতে মনোজ বর্মা বলেন, ‘যদি কেউ আইন ভাঙে, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্যের সমস্ত পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে।’ উল্লেখ্য, এই ধরনের ঘটনা রুখতে এর আগে ২০১৯ সালে গাইডলাইন তৈরি হয়েছিল। সেই গাইডলাইন পুনরায় সমস্ত জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের কাছে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি পুলিশকে নজরদারি এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানোর উপর জোর দিতে বলেছেন এডিজি।
উল্লেখ্য, গত কয়েকদিনে গণপিটুনির ঘটনায় যে সমস্ত জায়গায় মৃত্যুর ঘটনা ঘটেছে তার মধ্যে রয়েছে কলকাতার বউবাজার। সেখানকার উদয়ন হস্টেলে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। এছাড়াও ঝাড়গ্রাম, কালনা, গাইঘাটায় গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। এর পাশাপাশি আরও একাধিক ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। ইতিমধ্যেই এই সমস্ত ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে ধরপাকড় চালিয়েছে পুলিশ। তারপরেও এই ধরনের ঘটনা বন্ধ হচ্ছে না। তাই এবার পুলিশকে আরও কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল নবান্ন।