বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > BGBS: বিজিবিএসে আসা লগ্নি বাস্তবায়নের ওপর জোর, বিভিন্ন দফতরকে নির্দেশ মুখ্যসচিবের

BGBS: বিজিবিএসে আসা লগ্নি বাস্তবায়নের ওপর জোর, বিভিন্ন দফতরকে নির্দেশ মুখ্যসচিবের

নবান্ন (‌ছবি সৌজন্য টুইটার)‌

হরিকৃষ্ণ দ্বিবেদী দফতরগুলিকে নির্দেশ দিয়েছেন এই কাজের জন্য যদি নীতি সংশোধন বা পরিমার্জনের প্রয়োজন হয় তাহলে তা দ্রুত করতে হবে। এর পাশাপাশি নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতর এবং চলচ্চিত্রকে নিয়ে দুটি সেক্টর কমিটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে (বিজিবিএস) একাধিক লগ্নির প্রস্তাব পেয়েছে রাজ্য সরকার। সেই সমস্ত লগ্নি প্রস্তাব বাস্তবায়নের উপর জোর দিতে চাইছে রাজ্য। এ নিয়ে সংশ্লিষ্ট দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি বৈঠকে দফতরগুলিকে দ্রুত সেই সমস্ত প্রস্তাব বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। আগামী বছর বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে ১ ফেব্রুয়ারি। তাই সেগুলি দ্রুত সম্পন্ন করতে চাইছে রাজ্য সরকার।

হরিকৃষ্ণ দ্বিবেদী দফতরগুলিকে নির্দেশ দিয়েছেন এই কাজের জন্য যদি নীতি সংশোধন বা পরিমার্জনের প্রয়োজন হয় তাহলে তা দ্রুত করতে হবে। এর পাশাপাশি নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতর এবং চলচ্চিত্রকে নিয়ে দুটি সেক্টর কমিটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন দফতরের পাশাপাশি বিভিন্ন শিল্প-মহলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন মুখ্যসচিব। দুটি পর্যায়ে বৈঠক হয়। প্রথমটি হল রফতানি বাণিজ্য সংক্রান্ত বৈঠক এবং দ্বিতীয়টি হল বিজেপিএস টাস্ক ফোর্সের বৈঠক। রফতানি ক্ষেত্রে আলোচনা হয়েছে বিদ্যুতের মাশুল নিয়ে। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জানানো হয় রাজ্যে বিদ্যুতের মাসুল কমলে সে ক্ষেত্রে রফতানিতে আরও গতি আসবে। মুখ্যসচিব বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

এছাড়াও, বণিকসভার প্রতিনিধিদের অনেকে বেহাল রাস্তা নিয়ে বিশেষ করে বাংলাদেশ সীমান্তের কাছে ঘোজাডাঙ্গা ও পেট্রাপোলের রাস্তার উন্নয়ন করার প্রসঙ্গ তুলেন। সেক্ষেত্রে রাজ্য সরকার ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, বিনিয়োগ প্রস্তাব দ্রুত কার্যকর করার জন্য প্রতি মাসে একবার সেক্টর কমিটি বৈঠক করবে বলে সিদ্ধান্ত হয়েছে। প্রসঙ্গত, বিরোধীরা বরাবরই অভিযোগ করে থাকেন যে রাজ্য লগ্নি এসেছে বলে ঘোষণা করলেও বাস্তবে তার সামান্য অংশই কার্যকর হয়। সেই অবস্থায় রাজ্য প্রশাসনের পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বাংলার মুখ খবর

Latest News

রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.