বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ডিসেম্বরেই নবান্নে সাক্ষাৎ হতে চলেছে অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের

ডিসেম্বরেই নবান্নে সাক্ষাৎ হতে চলেছে অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের

সাক্ষাতে শাহ - মমতা। ফাইল ছবি

নবান্ন সূত্রের খবর, আগামী ১৭ ডিসেম্বর পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে নবান্নে। সেই বৈঠকে পৌরহিত্য করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মোদী - মমতা সম্ভাব্য বৈঠক নিয়ে জল্পনার মধ্যেই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখোমুখি হতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাও আবার নবান্নে। আগামী ১৭ ডিসেম্বর নবান্নে অনুষ্ঠিত হবে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই মুখোমুখি হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রের খবর, আগামী ১৭ ডিসেম্বর পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে নবান্নে। সেই বৈঠকে পৌরহিত্য করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত ৫ নভেম্বর বৈঠক হওয়ার কথা ছিল নবান্নে। কিন্তু অনিবার্য কারণে তা বাতিল হয়।

এরই মধ্যে আগামী ৫ ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মিলিত হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হতে পারেন মমতা। তেমনটা হলে মুখ্যমন্ত্রী রাজ্যের আর্থিক বকেয়ার কথা ফের প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন বলে তৃণমূল সূত্রে খবর।

পঞ্চায়েত ভোটের মুখে বিভিন্ন বেআইনি কাজের অভিযোগ তুলে রাজ্যের একাধিক সরকারি প্রকল্পের বরাদ্দ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে ব্যাপক আর্থিক সংকটের সঙ্গে যুঝছে মমতার সরকার। তারই মধ্যে শুভেন্দুকে ‘স্নেহের ভাই’ বলে সম্মোধন করেছেন মমতা। ফলে বিজেপির প্রতি মমতা কিছুটা নরম হচ্ছেন বলে মনে করছেন অনেকে।

 

বন্ধ করুন