রাজ্য সরকারি কর্মচারিদের এবার সুখবর শোনাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এখন বছরের শেষ মাস ডিসেম্বর। রাজ্য সরকারি কর্মচারীরা অনেকেই ঘুরতে–বেড়াতে যান। এমনকী নতুন বছরের জানুয়ারি মাস থেকে নানা ছুটির সময় সপরিবারে বেড়াতে যান অনেকেই। তবে এক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীরা বাড়তি সুযোগ–সুবিধা পাবেন। কারণ রাজ্য সরকারের সব শ্রেণির কর্মীরা এখন থেকে এলটিসি–এইচটিসি’তে ট্রেনে সপরিবারে ভ্রমণে শীততাপ নিয়ন্ত্রিত (এসি) শ্রেণির ভাড়া পাবেন। অর্থ দফতরের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যা দেখে উৎফুল্ল হয়ে উঠেছে রাজ্য সরকারি কর্মীরা।
রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘভাতা নিয়ে আন্দোলন করতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করেছেন রাজ্য সরকারি কর্মচারিদের একাংশ। যা ২০২৫ সালে শুনানি হবে। আর তার প্রাক্কালে এই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এল রাজ্য সরকার। যেসব কর্মচারীদের মূল বেতন ৫০ হাজার টাকার কম, তাঁরা এসি–থ্রি টিয়ারে সফর করার ভাড়া পাবেন। তার থেকে বেশি মূল বেতনের কর্মীরা এসি–টু টিয়ারের ভাড়া পাবেন। অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়েছে। যে ট্রেনগুলিতে শুধু চেয়ারকার রয়েছে, সেখানে এসি শ্রেণির ভাড়া মিলবে।
আরও পড়ুন: সন্দেশখালিতে ম্যানগ্রোভ নিধনের অভিযোগ, কেটে নিয়ে তৈরি হচ্ছে জেটিঘাট, ক্ষোভ তুঙ্গে
ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন চলাকালীন অল্প অল্প করে ডিএ বা মহার্ঘভাতা দেওয়া শুরু হয়েছে। এবার এল এলটিসি সংক্রান্ত সুখবর। এলটিসি’র নয়া নিয়মে জাহাজে করে আন্দামান বা লাক্ষাদ্বীপ গেলে ৫০ হাজার বেতনের বেশি টাকার মূল বেতনের কর্মীরা প্রথম অথবা ‘এ’ শ্রেণির কেবিনের ভাড়া পাবেন। তার থেকে কম বেতন যাঁরা পান তাঁরা দ্বিতীয় বা ‘বি’ শ্রেণির কেবিনের ভাড়া পাবেন। এই নতুন নিয়মকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যরা। এটাই এখন তাঁদের কাছে বড় প্রাপ্তি হতে চলেছে।
আগে এতটা সুযোগ–সুবিধা ছিল না। যা ছিল তাতে অনেক ক্ষেত্রে নিজের গ্যাঁটের কড়ি খরচ করতে হতো। তাই দিঘা–মন্দারমণি থেকে পুরী, বারাণসী–সহ কয়েকটি জায়গায় সফর সীমাবন্ধ ছিল রাজ্য সরকারি কর্মীদের বলে নবান্ন সূত্রে খবর। এবার সেই সফরের পথ আরও বিস্তৃত হল বলে মনে করা হচ্ছে। সরকারি সূত্রের খবর, গ্রুপ সি ও গ্রুপ ডি শ্রেণির কর্মীদের একটা অংশ এলটিসি বা এইচটিসি’তে স্লিপার ক্লাসের ভাড়া পেতেন। এখন থেকে রাজ্য সরকারের সব কর্মচারীই এসি শ্রেণির ভাড়া পাবেন। রাজ্য সরকারি কর্মীরা ৫ বছর অন্তর সপরিবারে এই ভ্রমণ করার ভাতা পান।