বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata Police: অপরাধের তদন্ত করতে নয়া উদ্যোগ রাজ্যের, পৃথক ‘‌খাত’‌ তৈরি করল নবান্ন

Kolkata Police: অপরাধের তদন্ত করতে নয়া উদ্যোগ রাজ্যের, পৃথক ‘‌খাত’‌ তৈরি করল নবান্ন

তদন্তকারী কলকাতা পুলিশ।

খাত না থাকলে সরকারি কোষাগার থেকে কোনও টাকা তোলা বা জমা দেওয়া যায় না। যার জেরে নানা সমস্যা দেখা দেয়। এতে সমস্যায় পড়তে হতো তদন্তকারী সংস্থাকে। আপৎকালীন ক্ষেত্রে কলকাতা পুলিশের কর্তাদের ‘সিক্রেট সোর্স ফান্ড’ থেকে টাকা দিয়ে পরিস্থিতি সামাল দিতে হতো। দীর্ঘদিন ধরেই এই নিয়ে অভিযোগ ছিল গোয়েন্দাদের।

অপরাধ করে ভিনরাজ্যে পালিয়ে যাওয়া দুষ্কৃতীকে গ্রেফতার করতে এখন থেকে বিমানের টিকিটের জন্য আর অভিযোগকারীর দ্বারস্থ হতে হবে না কলকাতার পুলিশ অফিসারকে। কারণ এই সংক্রান্ত খরচের জন্য একটি পৃথক খাত তৈরি করল নবান্ন। অতীতে কলকাতায় অপরাধের তদন্ত এবং বিচার প্রক্রিয়া চলাকালীন আনুষাঙ্গিক খরচের টাকা পেতে বেগ পেতে হতো তদন্তকারী পুলিশ অফিসারের। এবার থেকে আর তা করতে হবে না।

বিষয়টি ঠিক কী হয়েছে?‌ প্রশাসন সূত্রে খবর, খাত না থাকলে সরকারি কোষাগার থেকে কোনও টাকা তোলা বা জমা দেওয়া যায় না। যার জেরে নানা সমস্যা দেখা দেয়। এতে সমস্যায় পড়তে হতো তদন্তকারী সংস্থাকে। আপৎকালীন ক্ষেত্রে কলকাতা পুলিশের কর্তাদের ‘সিক্রেট সোর্স ফান্ড’ থেকে টাকা দিয়ে পরিস্থিতি সামাল দিতে হতো। তার জেরে দীর্ঘদিন ধরেই এই নিয়ে অভিযোগ ছিল গোয়েন্দাদের। তবে এবার পৃথক খাত তৈরি হওয়ায় আর অসুবিধা হবে না।

পৃথক খাত তৈরির নেপথ্য কাহিনী কী?‌ এই বিষয়ে সৌমেন মিত্র কলকাতার পুলিশ কমিশনার থাকাকালীন ২০২১ সালে অসুবিধা দূর করতে গোয়েন্দা বিভাগ থেকে একটি লিখিত প্রস্তাব পেশ করেছিলেন। যার ভিত্তিতে নবান্নের অর্থ দফতর এই সংক্রান্ত একটি পৃথকখাত তৈরি করেছে। তার জেরে এখন থেকে কলকাতা পুলিশের এলাকায় তদন্ত এবং বিচার প্রক্রিয়ার আনুষাঙ্গিক খরচের টাকা পেতে আর সমস্যা রইল না বলে মনে করা হচ্ছে।

আর কী জানা যাচ্ছে?‌ লালবাজার সূত্রে খবর, সম্প্রতি কলকাতা পুলিশ এই সংক্রান্ত একটি ‘স্টান্ডার্ড অপারেটিং প্রসিডিয়র’ তৈরি করেছে। সেখানে বলা হয়েছে, এখন থেকে ভিনরাজ্যে অপরাধীকে গ্রেফতার করতে গেলে হোটেলে থাকা–খাওয়া খরচ, যাতায়াতের জন্য বিমান ভাড়া, ওলা-উবর থেকে শুরু করে বেসরকারি গাড়ি ভাড়ার খরচ, ধৃত অপরাধীর জন্য ডাক্তার এবং ওষুধের দাম থেকে মামলার জন্য ফটোকপি করার খরচ সব মিলবে। এমনকী মামলার জন্য পেশাদার বিশেষজ্ঞদের মতামত নিতেও খরচ দেওয়া হবে তদন্তকারী অফিসারকে। তবে এই টাকা পেতে আবেদন করতে হবে এসওপিতে বেঁধে দেওয়া নির্দিষ্ট নিয়ম মেনেই।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল প্রাইভেট গাড়িতে GNSS থাকলে হাইওয়ে-সফরে বড় ছাড়! বুধে ৭ জেলায় সতর্কতা, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ৪টিতে, শুক্র ও শনিতে কোথায় হবে? বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত? এপার বাংলায় ইলিশ পাঠান, বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় মিলবে পদ্মার রুপোলি শস্য়? এইডস আক্রান্ত নায়কের চরিত্রে রাজি হয়নি কোনও বলিউড হিরো, ১টাকায় কাজ করেন সলমন! প্রখ্যাত শিক্ষাবিদ ও দুন স্কুলের প্রধান শমী দাস প্রয়াত, প্রথম চাকরি কলকাতায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.