একটু বেশি বৃষ্টি হলেই ভিআইপি রোডের হলদিরাম এলাকায় জল জমে যায়। আর তার জেরে জল যন্ত্রণায় ভুগতে হয় সাধারণ নাগরিককে। এই বিষয়টি নিয়ে কয়েকজন স্থানীয় নাগরিক মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন বলে সূত্রের খবর। আর তা কমাতে সক্রিয় হল নবান্ন। আর তারপরই হলদিরাম–চিনার পার্ক এলাকায় জল জমা নিয়ে নবান্নের পক্ষ থেকে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনকে তৎপর হতে বলা হয়েছে। তাই কলকাতা বিমানবন্দর–সহ হলদিরাম–চিনার পার্ক এলাকায় থাকা একাধিক প্রশাসনিক সংস্থাকে বৈঠক ডাকতে চলেছে জেলা প্রশাসন বলে সূত্রের খবর।
আসলে এখানে বেহাল নিকাশি ব্যবস্থার জেরেই এমন অবস্থা হয় বলে জানা গিয়েছে। তাছাড়া পুরনো নিকাশি ব্যবস্থা থাকায় বাড়তি সমস্যা তৈরি হচ্ছে। তাই নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত করতেই বৈঠক ডাকা হবে। বৃষ্টিতে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। তার জেরে সমস্যায় পড়েন মানুষজন। এই কারণে অনেকে যানজটে আটকে বিমান ধরতে পারেন না। কদিন আগে নবান্নের এক উচ্চপদস্থ অফিসারের নেতৃত্বে এয়ারপোর্ট এনভায়রনমেন্ট কমিটির বৈঠক হয়। সেখানে এই সমস্যার কথা উঠে আসে। সেই বৈঠকে বিধাননগর পুরসভা, বিমানবন্দর এবং পূর্ত দফতরের কর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বঙ্গভবন থেকে পাঠ্যবই সব জায়গা থেকে সরে গেল বঙ্গবন্ধু, স্কুলশিক্ষায় যোগ আরবি ভাষা
বিধাননগর পুরসভার পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, বিমানবন্দরের বিশাল এলাকার জল বের হয় বিধাননগর পুরসভা এলাকার মধ্যে দিয়ে। আগের থেকে অনেক উন্নত হয়েছে এই এলাকায়। কিন্তু তাতেও সমস্যা কিছুটা রয়ে গিয়েছে। আগে তিনদিন জল জমে থাকত। এখন একদিন জল জমে থাকে। হলদিরাম চত্বর সেই জলে ডুবে যায়। এই সমস্যা দ্রুত সমাধান করতে বৈঠক ডাকা হবে। তারপর সবার সাহায্য নিয়ে নিকাশি ব্যবস্থা নতুন করে সাজানো হবে। তাহলেই একমাত্র এই সমস্যার সমাধান হতে পারে বলে মনে করা হচ্ছে।
নবান্ন থেকে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এই সমস্যা নিয়ে বৈঠক করে সমাধানসূত্র খুঁজে বের করতে হবে। এই বিষয়ে নবান্নের এক কর্তা জানান, কলকাতা বিমানবন্দর, বিধাননগর পুরসভা, উত্তর দমদম, দমদম, পূর্ত দফতর, রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড, কেএমডিএ–সহ নানা সংস্থাকে নিয়ে দ্রুত বৈঠক করা হবে। হলদিরাম এলাকায় গড়িয়া–বিমানবন্দর মেট্রোপথের কাজ চলায় সেখানকার নিকাশি ব্যবস্থা প্রভাবিত হচ্ছে কিনা খতিয়ে দেখা হবে। আর একটি কমিটি তৈরি করতে হবে। জেলাশাসকের নেতৃত্বে কাজ করবে ওই কমিটি।