হাতে আর ঠিক ৬৭ দিন বাকি। তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেফতার করেছে। সুতরাং প্রশ্ন উঠছে, তাঁর নাকতলা উদয়ন সংঘের দুর্গাপুজো হবে তো? কারণ এই দুর্গোৎসব কমিটির চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়। একবার এই পুজোর মুখ ছিলেন অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। তাঁকেও ইডি গ্রেফতার করেছে। এই পরিস্থিতিতে আজ, রবিবার পুজো কমিটি জানিয়ে দিল, পুজোর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। সম্পূর্ণ জৌলুসেই হবে দুর্গাপুজো।
ঠিক কী জানিয়েছে পুজো কমিটি? রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ায় ‘অভিভাবকহীন’ হয়ে পড়ল নাকতলা উদয়ন সংঘ। এমনই মনে করা হচ্ছে। প্রভাব পড়তে পারে পুজোয় বলে সন্দিহান অনেকেই। এই প্রেক্ষাপটে পুজো কমিটির সাধারণ সম্পাদক অঞ্জন দাস বলেন, ‘ক্লাবের সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ফেলার কোনও কারণ নেই। আমাদের পুজো যেমন হতো, তেমনই হবে। পার্থদা ১১ বছর মন্ত্রী আছেন। আর পুজো ৩৮ বছর ধরে হচ্ছে। তাই এই ঘটনায় আমাদের পুজোয় প্রভাব পড়বে না।’
পার্থ–অর্পিতার ছবি ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। তাতে আপনাদের সমস্যা হবে না? জবাবে অঞ্জন দাস বলেন, ‘অর্পিতা ক্লাবের সদস্য নন। কোনওদিনই ছিলেন না। এই পুজোর উন্নতির নেপথ্যে রয়েছে ক্লাবের সদস্যদের নিরলস পরিশ্রম। আইনি জটিলতা কাটিয়ে পার্থদা আবার নিশ্চয়ই ক্লাবে আসবেন। এই আশা আমরা রাখি।’
উল্লেখ্য, এবার করোনাভাইরাস নিয়ন্ত্রণে থাকায় সবই বিগ বাজেটের পুজো হবে। গতবারও বড় করে পুজো হয়েছিল। ইতিমধ্যেই বিশ্বের দরবারে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো। তাই পুজো নিয়ে একটা আলাদা উন্মাদনা রয়েছে। তাই নামকরা পুজো কমিটিগুলি এবার কী থিম করছে? সেদিকে সবার নজর রয়েছে। নাকতলা উদয়ন সংঘ বরাবর বিগ বাজেটের পুজো করে। তাই সেখানে এখন থেকেই ফোকাস করা হচ্ছে।