তৃণমূল সাংসদ মালা রায়। সকলেই তাঁকে মালা রায় নামেই চেনেন। দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে তিনি যুক্ত। কিন্তু লোকসভার ওয়েবসাইটে প্রশ্নকারীদের নামের তালিকায় অন্যান্য সাংসদের সঙ্গে আচমকাই দেখা যায় একটি নাম, Garland Roy। একেবারে অবাক করা ঘটনা। মালা রায়ের নাম বদলে হয়ে গেল গারল্যান্ড রায়। আর সেটাও আবার লোকসভার ওয়েবসাইটে। এনিয়ে তুমুল হইচই পড়ে যায় সাংসদদের মধ্যে। পরে বোঝা যায় ওয়েবসাইটে অটো ট্রান্সলেট হয়ে গিয়েছে নামটি। মালা রায় হয়ে গিয়েছেন গারল্যান্ড রায়।
এদিকে কীভাবে এই নাম বিভ্রাট হল, কেন হল তা নিয়ে মালা রায়ের দফতর থেকে পার্লামেন্টের সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। এমনকী সাংসদ নিজেও এনিয়ে যোগাযোগ করেন। এরপর নামটা ঠিক করা হয়েছে। টেকনিকাল কারণে নামটা এভাবে ইংরেজিতে অনুবাদ হয়ে গিয়েছিল বলে বলা হচ্ছে। কিন্তু এই ঘটনা কি আদৌ কাম্য?
তবে নাম সংশোধন হলেও মালা রায়ের রাগ কোনও অংশে কমেনি। তীব্র ক্ষুব্ধ তিনি। প্রযুক্তিগত ত্রুটির জন্য সমস্যাটি হয়েছে বলে সচিবালয়ের তরফে মালা রায়কে জানানো হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এব্যাপারে আরও কেন সতর্কতা অবলম্বন করা হল না! এই ধরনের অবমাননা কেন করা হল তৃণমূল সাংসদের সঙ্গে!
তৃণমূল সাংসদের দাবি, নরেন্দ্র মোদীর নামেরও তো অন্য মানে হতে পারে। নরেন্দ্র মোদীর নাম ট্রান্সলেট করে অন্য় নামে ডাকলে কী ভালো লাগবে! কী হচ্ছে এসব! কারা করে এই ধরনের ভুল? প্রশ্ন তুলেছেন সাংসদ নিজেই।
এনিয়ে রাজনীতরও গন্ধ পাচ্ছেন কেউ কেউ। তবে গোটা ঘটনায় বেজায় ক্ষুব্ধ তৃণমূল সাংসদ মালা রায়।