বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বদলে যাচ্ছে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের নাম, নতুন নাম আইআইএইচএম পার্কস্ট্রিট

বদলে যাচ্ছে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের নাম, নতুন নাম আইআইএইচএম পার্কস্ট্রিট

বদলে যাচ্ছে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের নাম, নতুন নাম আইআইএইচএম পার্কস্ট্রিট। ফাইল ছবি।

আইআইএইচএম সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মেট্রো। সেই কারণেই কোব্র্যান্ডিংয়ের জন্য এই মেট্রো স্টেশনের নাম বদলে ফেলার অনুমতি দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

ইস্ট ওয়েস্ট মেট্রোর বেঙ্গল কেমিক্যাল স্টেশনের নাম এখন হয়ে গিয়েছে ওয়াও মোমো স্টেশন। সেক্টর ৫ স্টেশনের নামও বদলে হয়েছে বন্ধন ব্যাঙ্ক স্টেশন। আবার সেনকো গোল্ড স্টেশন নামকরণ করা হয়েছে করুণাময়ী স্টেশনের। সে নাম পরিবর্তনে ধারায় এবার জুড়তে চলেছে পার্কস্ট্রিট মেট্রো স্টেশন। অন্যতম গুরুত্বপূর্ণ এই মেট্রো স্টেশনের নাম বদলে এবার হতে চলেছে আইআইএইচএম পার্কস্ট্রিট মেট্রো স্টেশন। আইআইএইচএম সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মেট্রো। সেই কারণেই কোব্র্যান্ডিংয়ের জন্য এই মেট্রো স্টেশনের নাম বদলে ফেলার অনুমতি দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, এর আগে এগারোটি মেট্রো স্টেশনের নাম কো ব্র্যান্ডিংয়ের কারণে পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সাতটি স্টেশন এবং নর্থ সাউথ করিডরের ৪ মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে। সূত্রের খবর, বুধবার ওই সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মেট্রো। তারপরেই পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের নাম বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো সূত্রের খবর, পার্কস্ট্রিটে দেড় হাজার স্কোয়ার ফুট জায়গা নিজেদের বিজ্ঞাপনের জন্য ব্যবহার করতে পারবে এই সংস্থা। পাশাপাশি চাইলে তারা সেখানে বিজ্ঞাপনের জন্য আলাদা কিয়স্ক খুলতে পারবেন। স্ক্রিন ডোর থেকে শুরু করে মেট্রো স্টেশনের বিভিন্ন জায়গায় তারা নিজেদের সংস্থার বিজ্ঞাপন দিতে পারবেন। তবে পুরনো বিজ্ঞাপন সরানো যাবে না বলেই জানানো হয়েছে। যদিও এর জন্য ওই সংস্থাকে বছরে মোটা টাকা দিতে হচ্ছে।

প্রসঙ্গত, আয় বাড়ানোর লক্ষ্যে কোব্র্যান্ডিংয়ের পথ খুলে দিয়েছিল মেট্রো। ইতিমধ্যেই মেট্রোর কোব্রান্ডিংয়ে অংশ নিয়েছে বিভিন্ন সংস্থা। এর ফলে আগামী দিনে আয় আরও বাড়বে বলে আশা মেট্রো কর্তৃপক্ষের।

বন্ধ করুন