নারকেলডাঙার বস্তিতে ভয়াবহ আগুন লেগেছিল গতকাল রাতে। সেই অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম হাবিবুল্লা মোল্লা, বয়স ৫৫ বছর। তাঁর মৃতদেহ আজ সকালে উদ্ধার করা হয় একটি অগ্নিদগ্ধ ঝুপড়ির ভিতর থেকে। মৃতেহ দেহের সিংহভাগই পুড়ে গিয়েছিল। এই আবহে দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থনীয়রা। এই অগ্নিকাণ্ডের জেরে নারকেলডাঙার এই বস্তির প্রায় ২৫ শতাংশ ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। (আরও পড়ুন: ভাঙবে সরকারি কর্মীদের 'স্বপ্ন'? সামনে এল পকেটে 'প্রভাব' ফেলা খবর)
আরও পড়ুন: বহু বছর পর কমল রেপো রেট; ২০ লাখ, ৩০ লাখ, ৫০ লাখ টাকার গৃহঋণে কত EMI বাঁচতে পারে?
উল্লেখ্য, গতকাল রাতে নারকেলডাঙার বস্তিতে আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। একের পর এক বস্তি পুড়ে যায় এর জেরে। এই অগ্নিকাণ্ডের জেরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান পর্যন্ত পুড়ে যায়। এই আবহে প্রাথমিক ভাবে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে নামেন। খবর দেওয়া হয় দমকলকে। তবে অভিযোগ ওঠে, আগুন লাগার ২ ঘণ্টা পর নাকি দমকলের ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে। এই আবহে ঝুপড়িবাসীদের বক্তব্য, ২০ মিনিটের রাস্তা কেন ১২০ মিনিট পরে এল দমকল? এই আবহে রাতেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছিলেন স্থানীয় কাউন্সিলর সচিন সিং। তিনি জানান, দমকলমন্ত্রী সুজিত বসুর সঙ্গে তাঁর কথা হয়েছে। সচিনের বক্তব্য, 'দমকল সঠিক সময়েই এসেছে। দুই দিক আগুন লাগায় নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছে তাদের।' এদিকে নারকেলডাঙার ঘিঞ্জি বস্তি নিয়ে এরপর বামেদের তোপ দাগেন তৃণমূল কাউন্সিলর। তিনি বলেন, 'বামেদের আমল থেকে এই ঘিঞ্জি এলাকায় অবৈধ ভাব ঝুপড়ি ভাড়া দেওয়া হত। তবে পরিস্থিতি আগের থেকে অনেকটা শুধরেছে। সুজিত-বাবু ও মেয়রের সঙ্গে কথা হয়েছে। দুর্গতদের জন্যও দ্রুত কিছু একটা ব্যবস্থা করা হবে।' (আরও পড়ুন: কেজরিকে হারানো পরবেশের শেয়ারে বিনিয়োগ ৫৩ কোটির, তাঁর মোট সম্পত্তির পরিমাণ জানেন?)
আরও পড়ুন: ৫ বছর পর কমল রেপো রেট; ৫ লাখ, ৭ লাখ বা ১০ লাখের গাড়ির ঋণে কত EMI বাঁচতে পারে?
রিপোর্ট অনুযায়ী, নারকেলডাঙায় আগুন নেভাতে ১৬টি দমকলের ইঞ্জিন পৌঁছেছিল। প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় রাত ২টোর পরে আগুন নিয়ন্ত্রণে আসে সেখানে। তবে আজ সকালেও এলাকা জুড়ে ধোঁয়া। বহু বস্তির বাসিন্দারা আশ্রহীন ভাবে বসে আছেন। এদিকে মৃত হাবিবুল্লার ঘরের এলাকা ব্যারিকেড করে ঘিরে রেখেছে পুলিশ। দাবি করা হচ্ছে, নারকেলডাঙার বস্তির ২০০ ঝুপড়ির মধ্যে ৫০টি পুড়ে গিয়েছে গতরাতের অগ্নিকাণ্ডে। এই আবহে পুড়ে যাওয়া ঝুপড়ির বাসিন্দাদের প্রশ্ন, তাঁরা কোথায় যাবেন? এদিকে আগুনের কারণ সম্পর্কে এখনও কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সেই বস্তিতে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকার জেরে আগুন ছড়িয়ে পড়েছিল দ্রুত।