বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > National anthem unite doctors and police: জাতীয় সংগীত মিলিয়ে দিল ‘যুযুধান’ জুনিয়র ডাক্তার ও পুলিশকে! ভোরে…আবার দুপুরেও

National anthem unite doctors and police: জাতীয় সংগীত মিলিয়ে দিল ‘যুযুধান’ জুনিয়র ডাক্তার ও পুলিশকে! ভোরে…আবার দুপুরেও

জাতীয় সংগীতে মিলে গেলেন জুনিয়র ডাক্তার এবং পুলিশ অফিসাররা। (ছবি সৌজন্যে, ফেসবুক Saddam Hossain Mondal)

‘জন গণ মন অধিনায়ক জয় হে’ - লালবাজারের কাছে জাতীয় সংগীত মিলিয়ে দিল জুনিয়র ডাক্তার এবং পুলিশকে। মঙ্গলবার ভোররাতে একবার জাতীয় সংগীত গাওয়া হয়। আর দুপুরের দিকে ফের জাতীয় সংগীত গাওয়া হয় লালবাজারের কাছে। জাতীয় সংগীত মিলিয়ে দিল ‘যুযুধান’ জুনিয়র ডাক্তার ও পুলিশকে।

তখন তাঁরা একে অপরের 'যুযুধান'। ধৈর্যের লড়াই চলছে। তারইমধ্যে রাতের অন্ধকার ধীরে-ধীরে মিলিয়ে গিয়ে আস্তে-আস্তে মাথার উপরে দিনের আলো ফুটছে। আর সেইসময় ফিয়ার্স লেনে জাতীয় সংগীতে গলা মেলালেন আন্দোলনরত জুনিয়র ডাক্তার এবং পুলিশকর্মীরা। সকলেই গেয়ে উঠলেন ‘জন গণ মন অধিনায়ক জয় হে’। আর সেটাই যেন এক নয়া সকালের জন্ম দিল। যে সকালে জুনিয়র ডাক্তারদের হাতে জল তুলে দিল পুলিশ। মেনে নিল তাঁদের আর্জি। আর দাবি মেনে নিয়ে জুনিয়র ডাক্তারদের মিছিলকে এগিয়ে গিয়ে নিয়ে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হল, তখনও জাতীয় সংগীত গাওয়া হল। ব্যাপটিস্ট গির্জার সামনে জুনিয়র ডাক্তারদের মিছিল থেমে যায়। সেখানে জাতীয় সংগীত গেয়ে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে যান জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা।

পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ জুনিয়র ডাক্তারদের

যদিও কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে কমিশনারের সঙ্গে যে বৈঠক হয়েছে, তাতে সদর্থক কোনও উত্তর মেলেনি বলে দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা জানিয়েছেন, বিনীতের ইস্তফা-সহ পাঁচ দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে কলকাতা পুলিশ কমিশনারের হাতেই।

আরও পড়ুন: Sandip Ghosh slapped: মার খেলেন সন্দীপ ঘোষ! একসময় ‘বাউন্সার নিয়ে ঘুরতেন’ RG করের প্রাক্তন অধ্যক্ষ

মেরুদণ্ড ‘উপহার’ জুনিয়র ডাক্তারকে

আর যখন সেই স্মারকলিপি পুলিশ কমিশনারের হাতে তুলে দেওয়া হচ্ছিল, তখন তাঁর সামনের টেবিলেই মেরুদণ্ড রাখা ছিল। যে প্রতীকী মেরুদণ্ডে মালা পরিয়ে লালবাজারে নিয়ে যান জুনিয়র ডাক্তাররা। এমনকী ‘উপহার’ হিসেবে সেটি লালবাজারে রেখে এসেছেন বলেও দাবি করেছেন তাঁরা।

‘একদিনে হবে না, কিন্তু একদিন হবেই…’

তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় পুলিশের একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে। যে ছবিতে দেখা গিয়েছে যে আন্দোলনকারীদের হাতে জল এবং ড্রিঙ্কসের মতো ছোট-ছোট প্যাকেট তুলে দিচ্ছেন এক পুলিশ অফিসার। ওই ছবি দেখে এক নেটিজেন বলেছেন, 'লালবাজারে এখন এক অন্য ছবি..।' অপর এক নেটিজেন বলেছেন, ‘একদিনে হবে না। কিন্তু একদিন হবেই…।’ যদিও কেউ-কেউ এটা বলেও কটাক্ষ করেছেন যে ‘মানতেই হবে। ওরা (পুলিশ) ভালো PR (জনসংযোগ) টিম জোগাড় করেছে।’

আরও পড়ুন: Doctors gifting spinal cord to Police: ‘পুলিশ কমিশনারকে মেরুদণ্ড উপহার দিতে যাচ্ছি’, লালবাজারেও নিয়ে গেলেন ডাক্তাররা

মানবন্ধনের সাক্ষী থাকল কলকাতা

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মধ্যেই আজ উল্টোডাঙা থেকে পাটুলি পর্যন্ত মানব-শৃঙ্খল তৈরি করেন স্বাস্থ্যকর্মীরা। তাও মুগ্ধ করেছে নেটিজেনদের। তেমনই একজন বলেন, ‘সাক্ষী থাকলাম এক অভূতপূর্ব মানব-বন্ধনের। পাটুলি থেকে এই মানব-বন্ধন শুরু হয়েছে। কোথায় শেষ হয়েছে, জানি না। কিলোমিটারের পর কিলোমিটার পাশাপাশি দাঁড়িয়ে মানুষ হাতে-হাত রেখে এক সুরে গলা মিলিয়ে বিচার চাইছে। প্রতিবাদের বিভিন্ন রূপ দেখছে এই তিলোত্তমা।’

আরও পড়ুন: Kolkata Junior Doctor Family: ‘আগে জানলে মেয়েকে ডাক্তারি পড়াতাম না’, বুক ফেটে যাচ্ছে RG করের তরুণীর বাবা-মা'র

বাংলার মুখ খবর

Latest News

বোনাস দিলেও DA বাড়ল না আজ! কবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সুখবর পাবেন? চিংড়ি খেতে ভালোবাসেন? শরীরের উপর কী প্রভাব ফেলে জানেন? দেখে নিন বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিল কেন্দ্র, ‘গবেষণাপত্র পাঠিয়েছিলাম,’ লিখলেন মমতা 'এখন তো ভালো কাজ করলেও ভোট পাওয়া যায় না!' আক্ষেপ মোদীর মন্ত্রীর হুমড়ি খেয়ে পড়তেন ক্যানসার আক্রান্ত হিনা, বাঁচালেন কার্তিক! চোখ জল ভক্তদের পুজোর দিনে পোলাও তো বানান, এই বছর বানাবেন নাকি এই ভিন্ন স্বাদের পোলাওগুলি? দেবকে দেখে চোখে জল শুভশ্রীর! প্রেমের ‘সিলসিলা’ নিয়ে প্রশ্ন কুণালের, জবাব নায়কের সূচনা হয়ে গেল রাঢ় বাংলার দুর্গাৎসবের! বর্ধমানে সর্বমঙ্গলার ঘট প্রতিষ্ঠিত হল আজ কংগ্রেস ও মাদক পাচারকারীদের মধ্যে কীসের এত সম্পর্ক? প্রশ্ন তুলল বিজেপি উইন্ডিজ ক্রিকেটের দীর্ঘমেয়াদী কেন্দ্রীয় চুক্তিতে ৯ জন! তালিকায় তিন মহিলা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.