বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > খালের জল দূষণ রুখতে সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট, দ্রুত শেষ করার নির্দেশ এনজিটি-র

খালের জল দূষণ রুখতে সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট, দ্রুত শেষ করার নির্দেশ এনজিটি-র

কেষ্টপুর খাল। ফাইল ছবি।

জাতীয় পরিবেশ আদালত রাজ্য সরকারের ধার্য করা সেই সময়সীমা পরিবর্তন করে ২০২৩ সালের জুন মাসের মধ্যে সম্পন্ন করতে হবে বলে নির্দেশ দিয়েছে।

নিকাশি বর্জ্য পরিশোধনের জন্য নিকাশি পরিশোধন প্লান্ট বা সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট (এস টি পি) তৈরির কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিল জাতীয় পরিবেশ আদালত। এই প্লান্ট তৈরির কাজ সম্পন্ন করার জন্য রাজ্য সরকার ২০২৪ সালের মে মাস পর্যন্ত সময় ধার্য করেছিল। কিন্তু, জাতীয় পরিবেশ আদালত রাজ্য সরকারের ধার্য করা সেই সময়সীমা পরিবর্তন করে ২০২৩ সালের জুন মাসের মধ্যে সম্পন্ন করতে হবে বলে নির্দেশ দিয়েছে।

মামলার সূত্রপাত, বাগজোলা এবং কেষ্টপুর খালের জল দূষণ নিয়ে। মামলাকারীর বক্তব্য, প্রতিদিন তরল দূষিত বর্জ্য পদার্থ বাগজোলা এবং কেষ্টপুর খালের জলে গিয়ে পরার ফলে তা দূষিত হচ্ছে। তার প্রেক্ষিতে আদালতে হলফনামা দিয়ে রাজ্য সরকারের পক্ষে জানানো হয়, এই সমস্যা সমাধানের জন্য সুইচ ট্রিটমেন্ট প্লান্ট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ২০২৪ সালের মে মাসের মধ্যে তা সম্পন্ন করা হবে। এরপরে জাতীয় পরিবেশ আদালত এই প্রকল্পের জন্য অর্থনৈতিক অনুমোদনের পাশাপাশি অন্যান্য সব ধরনের অনুমোদন দেওয়ার জন্য রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছে। মুখ্যসচিবকে ব্যক্তিগতভাবে উদ্যোগী হতে বলেছে জাতীয় পরিবেশ আদালত। আগামী ৩১ মার্চের মধ্যে সমস্ত রকমের অনুমোদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, প্লান্ট তৈরির পাশাপাশি কেষ্টপুর, বাগজোলা, নিউ কাটা, ভাঙড় কাটা খালে পলি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও রাজ্যের পক্ষ থেকে আদালতে জানানো হয়। এরজন্য প্রয়োজনীয় অর্থ অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে বলে সেচ দফতর সূত্রের খবর।

বন্ধ করুন