বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কন্ট্রোল রুমে ফোন, অশান্ত মণিপুর থেকে ১৮ পড়ুয়াকে ঘরে ফেরাল নবান্ন

কন্ট্রোল রুমে ফোন, অশান্ত মণিপুর থেকে ১৮ পড়ুয়াকে ঘরে ফেরাল নবান্ন

বিমানবন্দর মণিপুর থেকে ফিরত আসা পড়ুয়ারা (টুইটার)

গত কয়েক দিন ধরে জাতি সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। হিংসায় এখনও পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। সেনা টহলদারী চলছে।

অগ্নিগর্ভ মণিপুর। রাজ্য থেকে ইম্ফলে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন ১৮ পড়ুয়া। সেখানকার পরিস্থিতি দেখে আতঙ্কে নবান্নের কন্ট্রোল রুমে ফোন করেন তাঁরা। তাঁদের উদ্বেগের কথা শুনে পড়ুয়াদের রাজ্যে ফেরাল সরকার। সোমবার সকালে ওই পড়ুয়ারা বিমানবন্দরে নামেন। সেখান থেকে তাঁদের ফিরে যাবার ব্যবস্থা করে রাজ্য সরকার। পড়ুয়াদের এই ফিরে আসার খবর টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত কয়েক দিন ধরে জাতি সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। হিংসায় এখনও পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। সেনা টহলদারী চলছে। বহু এলাকায় কার্ফু জারি করা হয়েছে। একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট। এই পরিস্থিতি উদ্বিগ্ন হয়ে পড়েন ইম্ফলে কৃষি বিদ্যালয়ে পড়তে যাওয়া ১৮ জন পড়ুয়া। তাঁদের কেউ বিএসসি, এমএসসি ও পিএইচডি-র ছাত্র। তাঁরা আতঙ্কিত হয়ে নবান্নের কন্ট্রোল রুমে যোগাযোগ করেন। বিষয়টি জানতে পেরে নবান্ন থেকে তাঁদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।

পড়ুয়াদের ফেরাতে মণিপুর প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা করা হয়। ক্যাম্পাস থেকে তাঁদের বিমানবন্দর অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। সেখান থেকে বিমানে সকাল দশটা পনের নাগাদ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পড়ুয়ারা। সেখান থেকে তাঁদের বাড়ি ফেরার ব্যবস্থা করে রাজ্য প্রশাসন।

(পড়তে পারেন। 'ভোটারদের বিশ্বাস ভঙ্গ', হিংসা কবলিত মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির দাবি শশী থারুরের)

মুখ্যমন্ত্রী পড়ুয়াদের ফেরার ছবি টুইট করে এই খবর জানিয়েছেন। তিনি আরও লিখেছেন, 'মণিপুরে আটকে পড়া রাজ্যের অন্যদেরও সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আমরা সব সময় সকলের পাশে আছি।'

ভারতীয় সেনা ও অসম রাইফেলস এখনও পর্যন্ত ২৩ হাজার বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে। উদ্ধার কাজ অব্যাহত আছে। সকাল ১০টা থেকে ৭টা পর্যন্ত কার্ফু শিথিল করা হয়েছে। রাজ্য প্রশাসনের আশা, সেনাবাহিনী নামায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

বন্ধ করুন