বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > নওসাদ মামলায় ফের আদালতের প্রশ্নের মুখে রাজ্য, কিন্তু হল না জামিন

নওসাদ মামলায় ফের আদালতের প্রশ্নের মুখে রাজ্য, কিন্তু হল না জামিন

নওসাদ সিদ্দিকি

নিজের ল্যাপটপে সেদিন নওসাদের বক্তব্য শোনেন বিচারপতি বসাক। এর পর তিনি সরকারি আইনজীবীকে প্রশ্ন করেন, এখানে পুলিশের ওপর হামলা করতে বলেছেন তার প্রমাণ কোথায়?

ISF বিধায়ক নওসাদ সিদ্দিকির জামিনের আবেদন ফের খারিজ করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ নওসাদ ও তাঁর সঙ্গীদের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুললেও শেষ পর্যন্ত জামিন দেয়নি। এর ফলে আপাতত জেলেই থাকতে হচ্ছে ভাঙড়ের বিধায়ককে।

বুধবার সরকারি আইনজীবীর কাছে আদালত জানতে চায়, যাদের গ্রেফতার করেছেন হিংসার ঘটনায় প্রত্যেকের যোগ প্রমাণ করতে পারবেন তো? এদিন ২১ জানুয়ারির ঘটনার ভিডিয়ো ফুটেজ ও নওসাদের মেডিক্যাল রিপোর্ট আদালতে জমা দেয় পুলিশ।

এদিন নওসাদের জামিন সংক্রান্ত অন্য একটি মামলায় বিচারপতি দেবাংশু বসাক রাজ্য সরকারি আইনজীবীকে কড়া প্রশ্ন করেন, তিনি বলেন, ৬৫ জন মামলাকারীর প্রত্যেকের ভূমিকা প্রমাণ করতে পারবেন না। সবাই যে গোলমালের সঙ্গে যুক্ত সেটা কী করে জানলেন। এমনও হতে পারে তখন কেউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, বা ফুটপাথে দাঁড়িয়েছিলেন। ফুটপাথে তাঁর ভূমিকা কী? এদিন রাজ্যের তরফে দাবি করা হয়, নওসাদের উসকানির জেরেই হিংসা ছড়িয়েছে। পালটা নওসাদের আইনজীবী বলেন, তার কোনও প্রমাণ নেই। তখন নিজের ল্যাপটপে সেদিন নওসাদের বক্তব্য শোনেন বিচারপতি বসাক। এর পর তিনি সরকারি আইনজীবীকে প্রশ্ন করেন, এখানে পুলিশের ওপর হামলা করতে বলেছেন তার প্রমাণ কোথায়?

গত ২১ জানুয়ারি ISF-এর প্রতিষ্ঠা দিবসে কলকাতার ধর্মতলায় সমাবেশে আসছিলেন দলীয় কর্মীরা। তখন ভাঙড়ের হাতিশালা মোড়ে তাদের গাড়ির ওপর হামলা চালায় তৃণমূল। পালটা হামলায় রণক্ষেত্রে পরিণত হয় হাতিশালা। এর পর ধর্মতলায় পৌঁছন ISF সমর্থকরা। সেখানে পুলিশ তাদের বাধা দিলে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। ঘটনাস্থল থেকেই নওসাদ সিদ্দিকিকে গ্রেফতার করে পুলিশ।

 

বাংলার মুখ খবর

Latest News

৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.