বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মিলল না জামিন, এবার নিউ মার্কেট থানায় নওসাদ সিদ্দিকি

মিলল না জামিন, এবার নিউ মার্কেট থানায় নওসাদ সিদ্দিকি

গ্রেফতারির পর নওসাদ সিদ্দিকি।

নওসাদের পক্ষে সওয়াল করতে উঠে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ২১ জানুয়ারি এই ঘটনা ঘটেছে। আর আজকে ১৫ ফেব্রুয়ারি। এতদিন পর নিউ মার্কেট থানার নওসাদকে হেফাজতে নেওয়ার কথা মনে পড়ল কেন? এতদিন কি পুলিশ ঘাস কাটছিল?

ধর্মতলায় উত্তজনার ঘটনায় ফের ISF বিধায়ক নওসাদ সিদ্দিকে পুলিশ হেফাজতে পাঠাল আদালত। বুধবার নওসাদের জামিনের আবেদন খারিজ করে তাঁকে নিউ মার্কেট থানার হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে তাঁর।

এদিন আদালতে পেশের সময় নওসাদ সিদ্দিকি সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে পুলিশ কোনও প্রমাণ দেখাতে পারেনি। যা হচ্ছে সেটা নিছক হেনস্থা। এর পর আদালতে শুরু হয় সওয়াল জবাব। সেখানে নওসাদের আইনজীবী বলেন, তদন্ত শেষ করে চার্জশিট পেশ করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আগে থেকে কোনও মামলা নেই। তাছাড়া তাঁর বিরুদ্ধে ৩০৭ ধারা দেওয়ার কোনও প্রাসঙ্গিকতা নেই। ফলে নওসাদ সিদ্দিকিকে জামিন দেওয়া হোক। পালটা সরকারি আইনজীবী বলেন, দেহে আঘাতের চিহ্ন না থাকলেও ৩০৭ ধারা প্রয়োগ করা যায়। ফলে অভিযুক্তের বিরুদ্ধে গুরুতর ধারা রয়েছে। তাঁকে জামিন দেওয়া ঠিক হবে না।

এর পর নওসাদের পক্ষে সওয়াল করতে উঠে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ২১ জানুয়ারি এই ঘটনা ঘটেছে। আর আজকে ১৫ ফেব্রুয়ারি। এতদিন পর নিউ মার্কেট থানার নওসাদকে হেফাজতে নেওয়ার কথা মনে পড়ল কেন? এতদিন কি পুলিশ ঘাস কাটছিল? এই মামলায় নওসাদকে হেফাজতে রাখার কোনও কারণ নেই। রাজনৈতিক কারণে তাঁকে হেনস্থা করা হচ্ছে।

জবাবে সরকারি আইনজীবী বলেন, তদন্তের অগ্রগতির জন্য নওসাদকে নিউ মার্কেট থানার হেফাজতে নেওয়া প্রয়োজন। এতদিন অন্য থানার হেফাজতে ছিলেন তিনি। তাই তাঁকে হেফাজতে নেওয়ার সুযোগ হয়নি।

শুনানি শেষে বিচারপতি সৌনক মুখোপাধ্যায় নওসাদ সিদ্দিকিকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

 

বন্ধ করুন