কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা খতিয়ে দেখতে শনিবার সেখানে পৌঁছচ্ছে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং দল। শুক্রবার দুপুরে টুইট করে একথা জানালেন কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, সফর নিয়ে তাঁদের কোনও রকম সহযোগিতা করছে না পশ্চিমবঙ্গ প্রশাসন।
এদিন টুইটে প্রিয়ঙ্ক লিখেছেন, উত্তর দিনাজপুরে দলিত শিশুকন্যাকে গণধর্ষণ ও হত্যার ব্যাপারে জানতে পেরেছে NCPCR. আগামিকাল সেখানে একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পৌঁছবে। প্রিয়ঙ্ক কানুনগোর টুইটের কিছুক্ষণের মধ্যেই জানা যায় শনিবার কালিয়াগঞ্জে যাবে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিদলও।
এদিন সংবাদমাধ্যমকে প্রিয়ঙ্ক কানুনগো জানিয়েছেন, আমি আগামিকাল কালিয়াগঞ্জ যাব। কিন্তু পশ্চিমবঙ্গ প্রশাসনের কেউ আমার ফোন ধরছে না। এমনকী দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকারের রেসিডেন্ট কমিশনারের সঙ্গেও যোগাযোগ করতে পারছি না।
ঘটনা কালিয়াগঞ্জের সাহেবঘাটার। বৃহস্পতিবার সেখানে এক রাজবংশী নাবালিকার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, ছাত্রীকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ১ জনকে আটক করে পুলিশ। শুক্রবার ময়নাতদন্তের পর দেহ গ্রামে ফিরলে দেহ নিয়ে পথ অবরোধ শুরু করেন স্থানীয়রা। তাদের দাবি, অভিযুক্ত যুবককে গ্রামবাসীদের হাতে তুলে দিতে হবে।
অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই শুরু হয় ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পালটা টিয়ার গ্যাসের সেল ও রবার বুলেট ছোড়ে পুলিশ। পৌঁছয় র্যাফ। ব্যাপক লাঠি চালিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায় তারা। পুলিশের তাড়া খেয়ে আসেপাশের বাড়িতে ঢুকে যান বিক্ষোভকারীরা। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।