বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > নেতাজি বলেছিলেন, ভুল করার অধিকার, সেটাও একটা অধিকার: মমতা

নেতাজি বলেছিলেন, ভুল করার অধিকার, সেটাও একটা অধিকার: মমতা

বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কোথাও একটা কাজ করতে গেলে ভুলভ্রান্তি হতেই পারে। রাইট টু মেক ব্লান্ডার্স, একথা তো নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন। ভুল করার অধিকার, সেটাও একটা অধিকার। যে কাজ করে সে ভুলও করে।

প্রাথমিক টেট নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা শহরজুড়ে সিবিআই তল্লাশির মধ্যেই পিঠ বাঁচাতে নেতাজি সুভাষ চন্দ্র বসুর উক্তিকে হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘নেতাজি বলেছিলেন, ভুল করার অধিকার, সেটাও একটা অধিকার।’

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘মাঝে মাঝে আমি ভাবি, আমরা অলওয়েস একটা নেগেটিভ কথাবার্তা নিয়ে কী করে একটা কন্ট্রোভার্সি তৈরি করা যায় সেদিকে দৃষ্টি দিই। অথচ আমাদের সৃষ্টির মাঝারে কত সৃষ্টি যে আপনারা করেন... রোজ কাজ করতে করতে কত কথা, কত ভাষা, কত লেখা, কত বর্ণ, কত নৈপুণ্য, কাজের মধ্যে দিয়ে আপনারা গড়ে তুলছেন সেটা যে পৃথিবীর কাছে একটা দৃষ্টান্তস্বরূপ সেটা নিয়ে কিন্তু আমাদের মিডিয়ারা কখনও মাথা ঘামায় না। কোথাও একটা কাজ করতে গেলে ভুলভ্রান্তি হতেই পারে। রাইট টু মেক ব্লান্ডার্স, একথা তো নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন। ভুল করার অধিকার, সেটাও একটা অধিকার। যে কাজ করে সে ভুলও করে। যে কাজ করে না সে ভুলও করে না। তবে জেনেশুনে ভুল করা নয়… তার জন্য কত রকম হম্বিতম্বি, ওরে বাব্বা’।

বলে রাখি, একের পর এক নিয়োগ দুর্নীতিতে এর আগেও ‘ভুল হয়ে গিয়েছে’ বলে স্বীকার করে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকী সেই ভুল সংশোধনে সরকার ৫০০০-এর বেশি শূন্যপদ তৈরি করেছে বলেও জানান তিনি। কিন্তু প্রশ্ন উঠছে, সেই পদে নিযুক্ত ব্যক্তিদের তো বেতন দেওয়া হবে জনগণের করের টাকা থেকে। সরকারের ভুলের গুনেগার জনগণ দেবে কেন?

 

বন্ধ করুন