বাংলার স্বাস্থ্য মানচিত্রে এবার একাধিক পালক যুক্ত হতে চলেছে। অন্তত ৮টা নতুন মেডিক্যাল কলেজ আসছে বাংলায়। সেই মেডিক্য়াল কলেজগুলির মধ্য়ে অন্যতম হল পুরুলিয়ার ভারত মেডিকেল কলেজ, খড়্গপুরের ডাঃ বিসি রায় মাল্টি স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টার, অশোকনগরের এমআর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, বর্ধমানের ইস্ট-ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স। তবে এখানেই শেষ নয়। এর বাইরেও আরও মেডিক্যাল কলেজ আসছে বাংলায়।
নিউ টাউনে পিকেজি মেডিক্যাল কলেজ, রানাঘাটের মন্দাকিনি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, কৃষ্ণনগরের ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, রঘুনাথগঞ্জের জাকির হোসেন মেডিক্যাল কলেজ। খবর সূত্রের। নতুন শিক্ষাবর্ষ থেকে হবে এই মেডিক্যাল কলেজ।
এককথায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে নতুন দিশা দেখাতে পারে এই মেডিক্যাল কলেজগুলি। এই মেডিক্যাল কলেজগুলির একটা বড় সুবিধা হল, মেডিক্যাল কলেজ মানেই হল আরও ডাক্তারি ছাত্র ছাত্রীরা সেখানে সুযোগ পাবেন। আরও বেশি ছাত্রছাত্রীর কাছে বাংলায় থেকেই ডাক্তারি পড়ার সুযোগ বৃদ্ধি পাবে। এটা একটা আশার দিক।
তবে এখানেই শেষ নয়। মালদা মেডিক্যাল কলেজ, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, সাগর দত্ত মেডিক্যাল কলেজ, ইএসআই মেডিক্যাল কলেজ, কেপিসি মেডিক্যাল কলেজ, আইকিউ সিটি মেডিক্যাল কলেজ, সানাকা মেডিক্যাল কলেজ..এই কলেজগুলি ইতিমধ্য়েই রয়েছে বাংলায়। সেই কলেজগুলিকে আরও সম্প্রসারিত করার উদ্যোগ নেওয়া হবে।
সেক্ষেত্রে সূত্রের খবর, সব মিলিয়ে বাংলায় মেডিক্যাল কলেজের সংখ্য়া দাঁড়াবে ৪৪টি আর সব মিলিয়ে এমবিবিএস আসনের সংখ্য়া ৬০০০ পেরিয়ে যেতে পারে। যার জেরে বিরাট সুবিধা হবে ছাত্রছাত্রীদের।
গোটা বাংলা জুড়ে একের পর এক মেডিক্যাল কলেজ। রাজ্য়ের মেডিক্যাল কলেজগুলির সঙ্গে অনেকক্ষেত্রেই দেখা যায় যে হাসপাতালগুলি সংযুক্ত থাকে। সেক্ষেত্রে মে়ডিকেল কলেজের প্রসার লাভ করলে কিছুক্ষেত্রে হাসপাতালেরও উন্নতি হয়।
তবে এক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে যে এই নতুন মেডিক্যাল কলেজের তালিকায় একটি মেডিক্যাল কলেজও উত্তরবঙ্গের নেই। এনিয়েও কিছুটা অসন্তোষ দানা বেঁধেছে। অন্যদিকে বিগত দিনে রায়গঞ্জে এইমস তৈরির কথা ছিল। কিন্তু বাস্তবে সেটা করা সম্ভব হয়নি। এনিয়ে দীর্ঘ টানাপোড়েন হয়েছে। কিন্তু উত্তরবঙ্গে এইমস তৈরির স্বপ্ন পূরণ হয়নি। তবে একাধিক মেডিক্যাল কলেজ তৃণমূল সরকারের আমলে হয়েছে গোটা বাংলা জুড়ে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও মেডিক্যাল কলেজ গড়ে তোলা হয়েছে। কিন্তু বাস্তবে সেই মেডিক্যাল কলেজ সার্বিকভাবে সেই জেলার স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে সহযোগিতা করছে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে