বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > CV Anand Bose: নয়া রাজ্যপালের শপথের আগে বিতর্ক তুঙ্গে, কী করেছিলেন আনন্দ বোস?‌

CV Anand Bose: নয়া রাজ্যপালের শপথের আগে বিতর্ক তুঙ্গে, কী করেছিলেন আনন্দ বোস?‌

বাংলার রাজ্যপাল হচ্ছেন সিভি আনন্দ বোস(ANI Photo) (Sobha Surendran)

সিভিল সোসাইটি গ্রুপ নামে যে ফ্যক্ট ফাইন্ডিং টিম তৈরি হয়েছিল সেটা আসলে বিজেপি, আরএসএসের থিঙ্ক ট্যাঙ্ক। বিজেপির অজস্র থিঙ্ক ট্যাঙ্ক বানিয়ে রেখেছে। যারা বিজেপি, আরএসএসের অ্যাজেন্ডা নিয়ে কাজ করে থাকে। রাজ্যপাল জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ার পরে এই রাজ্যের রাজ্যপাল হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন লা গণেশন।

আজ, বুধবার শপথ নেবেন পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে তার আগেই তাঁকে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়ে গেল রাজ্য–রাজনীতিতে। যদিও শাসক–বিরোধী সব জেনেও শপথের আগে কেউ মুখ খুলতে চাইছেন না। বুধবার সকাল পৌনে ১১টা নাগাদ শপথ নেবেন নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীল হাঁড়িতে করে রসগোল্লা পাঠাবেন নয়া রাজ্যপালকে বলে নবান্ন সূত্রে খবর।

ঠিক কী নিয়ে বিতর্ক?‌ একুশের নির্বাচনের পর রাজ্যে হিংসার ঘটনা ঘটে বলে অভিযোগ। আর তা নিয়ে সরব ছিলেন জেপি নড্ডারা। তখন একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম বাংলায় পাঠানো হয়েছিল। বিজেপির সেই সিভিল সোসাইটি গ্রুপ নামে একটি গোষ্ঠীর সদস্যরা ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে বাংলায় আসেন। সিকিমের প্রাক্তন প্রধান বিচারপতি প্রমোদ কোহলির নেতৃত্বে সেই দলে ছিলেন সিভি আনন্দ বোসও বলে সূত্রের খবর। এমনকী ওই কমিটি কেন্দ্রীয় সরকারকে তাঁদের রিপোর্ট পেশ করেছিল। এই নিয়ে এখন সিবিআই তদন্ত করছে আদালতের নির্দেশে।

আর কী জানা যাচ্ছে?‌ নবান্ন সূত্রে খবর, এই ঘটনার কথা জেনেও তাঁকে স্বাগত জানাতে অনেক কিছুর সঙ্গে ১০০টি রসগোল্লা নিয়ে যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী এই মিষ্টি বানানোর বরাত দেওয়া হয়েছে কলকাতায় রসগোল্লার আবিষ্কারক নবীনচন্দ্র দাসের সংস্থাকে। এই রসগোল্লাই নীল হাঁড়িতে করে নবান্ন থেকে যাবে রাজভবনে। দু’টি হাঁড়িতে পঞ্চাশটি করে মোট ১০০টি রসগোল্লা থাকবে। তাহলে কী ‘‌মিষ্টি সম্পর্ক’‌ গড়ে তুলতে চাইছেন মুখ্যমন্ত্রী?‌ উঠছে প্রশ্ন।

উল্লেখ্য, সিভিল সোসাইটি গ্রুপ নামে যে ফ্যক্ট ফাইন্ডিং টিম তৈরি হয়েছিল সেটা আসলে বিজেপি, আরএসএসের একটা থিঙ্ক ট্যাঙ্ক। বিজেপির এমন অজস্র থিঙ্ক ট্যাঙ্ক বানিয়ে রেখেছে। যারা বিজেপি, আরএসএসের অ্যাজেন্ডা নিয়ে কাজ করে থাকে। রাজ্যপাল জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ার পরে এই রাজ্যের রাজ্যপাল হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন লা গণেশন। তবে তিনি অস্থায়ী ছিলেন। সেখানে আজ, বুধবার সকাল সাড়ে ১০টার মধ্যে দু’টি নীল হাঁড়িতে ২৬ টাকা দামের ১০০টি রসগোল্লা সাজিয়ে ফেলা হচ্ছে বলে খবর।

বন্ধ করুন