সামনেই পঞ্চায়েত নির্বাচন। জেলায় জেলায় ইতিমধ্যেই তৃণমূলের অন্দরে রদবদল হচ্ছে। এবার জলপাইগুড়ি তৃণমূলের পদাধিকারীদের নয়া তালিকা প্রকাশ করা হল। মূলত ব্লক ও টাউনস্তরে মাদার তৃণমূল, যুব, মহিলা ও আইএনটিটিইউসির পদাধিকারীর নয়া তালিকা প্রকাশ করা হয়েছে।
ধূপগুড়ি টাউন তৃণমূলের সভাপতি হয়েছেন সাগ্নিক দাস, যুবতে থাকছেন সুজাতা সরকার।ধূপগুড়ি গ্রামীণ তৃণমূলের সভাপতি হয়েছেন দীপু রায় ও যুব সভাপতি হয়েছেন ধরণী মোহন রায়। বানারহাটে তৃণমূলের সভাপতি হয়েছেন সাগর গুরুং ও যুব সভাপতির পদে রয়েছেন বিমল মাহালি। নাগরাকাটাতে তৃণমূলের সভাপতি হয়েছেন সঞ্জয় কুজুর ও যুব সভাপতি হয়েছেন প্রবীন সিং ঝা। মাটিয়ালিতে তৃণমূলের সভাপতি পদে রয়েছেন যোশেফ মুণ্ডা ও যুব সভাপতির পদে রয়েছেন স্বপ্না ওঁরাও। মাল গ্রামীণ এলাকার জন্য মাদার তৃণমূলের সভাপতি হয়েছেন সুশীল কুমার প্রসাদ ও যুব তৃণমূলের সভাপতি হয়েছেন আরমান আরশাদ।
মাল টাউনের মাদার সভাপতি হয়েছেন অমিত দে ও যুব সভাপতি হয়েছেন কৌশিক দাস। ক্রান্তিতে মাদার তৃণমূল সভাপতি হয়েছেন মহাদেব রায় ও যুব সভাপতি হয়েছেন শাকিল আহমেদ। ময়নাগুড়ি ১ এ মাদার তৃণমূল সভাপতি মনোজ রায়, ময়নাগুড়ি ২য়ে মাদার তৃণমূল সভাপতি শিব শঙ্কর দত্ত, ময়নাগুড়ি টাউনের মাদার তৃণমূল সভাপতি গোবিন্দ পাল।
জলপাইগুড়ি সদর ১ মাদার তৃণমূল সভাপতি তরুণ বসু বিশ্বাস, জলপাইগুড়ি টাউন সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়, জলপাইগুড়ি সদর ২তে মাদারের সভাপতি হয়েছেন প্রসন্ন দেব দাস হয়েছেন। রাজগঞ্জে তৃণমূল সভাপতি হয়েছেন অরিন্দম বন্দ্যোপাধ্যায় ও ডাবগ্রাম ফুলবাড়ির সভাপতির পদে বসেছেন সুধা চট্টোপাধ্যায়। এভাবেই জলপাইগুড়ি চা বলয়ে দল সাজিয়ে ফেলল ঘাসফুল শিবির।