কলকাতা শহরে হকার একটা বড় সমস্যা। রাস্তার উপর নানান পসরা নিয়ে বসে পড়েন তাঁরা। একদিকে রুটি–রুজিতে হাত দেওয়া ঠিক হবে না বলে তাঁদের তোলা যায় না। আবার মানুষের যাতায়াতের পথে বাধা হয়ে দাঁড়ায় বলে অভিযোগ শুনতে হয় কলকাতা পুরসভার অফিসারদের। সেখানে নিউ মার্কেটের রাস্তায় আবার বসে গিয়েছেন হকাররা, যাঁদের কিছুদিন আগে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দুর্গাপুজো আসতেই আবার তাঁরা বসে পড়েন। এবার এই হকারদের তিনদিনের মধ্যে সরাতে হবে বলে টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই যত্রতত্র হকার বসে যাওয়ায় মানুষের চলাফেরার পথ সংকুচিত হয়ে পড়ছিল বলে অভিযোগ। সেই অভিযোগ জমা পড়ে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। যার জন্যই কিছুদিন আগে নবান্ন থেকে রুদ্রমূর্তি ধারণ করেন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, রাতারাতি হকার উচ্ছেদ করতে নেমে পড়ে কলকাতা পুরসভা। ফাঁকা করে দেওয়া হয় নিউ মার্কেট থেকে গড়িয়াহাট মার্কেট পর্যন্ত জবরদখল করে বসে থাকা হকারদের। কলকাতা পুরসভা সূত্রে খবর, টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন নিউ মার্কেট থানার পুলিশ অফিসার। তাঁর কাছেই এই ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান বৈঠকে অংশগ্রহণকারী হকার সংগঠনের প্রতিনিধিরা।
আরও পড়ুন: দিঘায় বসে গেল বিপুল পরিমাণ সিসিটিভি ক্যামেরা, বড়দিনের প্রাক্কালে বিশেষ উদ্যোগ
পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট অভিযোগ কলকাতা পুরসভাকে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের বিষয়টি মেনে নিয়েছেন কলকাতা পুরসভার উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার। তিনি এই বিষয়ে বলেন, ‘দুর্গাপুজোর সময় বসে পড়া হকারদের দ্রুত সরানো নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সমীক্ষায় শনাক্ত করা ৫৪ হাজার হকারকে তিন মাসের মধ্যে পরিচয়পত্র এবং ভেন্ডিং সার্টিফিকেট দেওয়া হবে।’ ইতিমধ্যেই রাস্তা দখল করে হকারের কাজ চালিয়ে যাওয়ার প্রতিবাদে চারদিন আগে নিউ মার্কেটের রাস্তায় প্রকাশ্যে মারপিটে জড়িয়ে পড়েন দু’দল হকার।
এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে শহরের নাম খারাপ হয়। নিউ মার্কেটে শুধু কলকাতার মানুষজন আসেন তাই নয়, দেশ–বিদেশ থেকেও ঘুরতে আসা বহু পর্যটক, ক্রেতা এখানে ভিড় জমান। হকার সংগ্রাম কমিটির নেতা শক্তিমান ঘোষের বক্তব্য, ‘দুর্গাপুজোর জন্য ছাড় পেয়ে কিছু হকার রাস্তায় বসে পড়েন। আমরা নিউ মার্কেট থানার অফিসারকে জানিয়েছি, দুর্গাপুজোর আগে নিউ মার্কেটের রাস্তার চেহারা যেমন ছিল, সেই চেহারা ফিরিয়ে দিন।’ আর হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির নেতা অসিত সাহার কথায়, ‘দুর্গাপুজোর আগে অনেক কষ্ট করে নিউ মার্কেটের হকার নিয়ন্ত্রণ করা হয়েছিল। পুলিশকে বলেছি ব্যবস্থা নিতে।’