বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > New Poster: ‘‌পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’‌, মমতা–অভিষেকের ছবি দিয়ে নয়া পোস্টার শহরে

New Poster: ‘‌পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’‌, মমতা–অভিষেকের ছবি দিয়ে নয়া পোস্টার শহরে

রবিবার নতুন পোস্টার পড়ল শহর কলকাতায়।

এই পোস্টার কাণ্ড নিয়ে দলের পক্ষ থেকে কেউ মুখ খুলতে চাইছেন না। তখন পরিস্থিতি দেখে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন, ‘‌ওই হোর্ডিং দলের নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেকের সভাপতিত্বে দল চলছে। তবে কাউকে তুলে ধরার বিষয় নিয়ে যে চর্চা চলছে, তা আসলে অর্থহীন।

সম্প্রতি দক্ষিণ কলকাতা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি–সহ পোস্টার পড়েছিল। যেখানে লেখা ছিল, ‘‌আগামী ছয় মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। ঠিক যেমন সাধারণ মানুষ চায়।’‌ তা নিয়ে বেশ জলঘোলা শুরু হয় রাজ্য–রাজনীতিতে। যদিও সেই পোস্টার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাঁটানো হয়নি বলেই দাবি। পোস্টারগুলি লাগিয়েছিল আশ্রিতা এবং কলরব নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আজ, রবিবার নতুন পোস্টার পড়ল শহর কলকাতায়। তবে এবার ছবিতে রয়েছেন মমতা–অভিষেকের মুখ। আর সেখানে মোটা হরফে লেখা, ‘‌পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ।’‌ নয়া এই পোস্টার দিয়েছে বাংলা সিটিজেন্স ফোরাম। ছেয়ে গিয়েছে পূর্ব কলকাতায়।

কেন হঠাৎ এমন পোস্টার পড়ল? সূত্রের খবর, অভিষেকের ছবি দিয়ে যে পোস্টার পড়েছিল তাতে বিস্তর গুঞ্জন শুরু হয়েছিল। পুরনো নেতারা বুঝি ব্রাত্য হয়ে যাবেন এমন আলোচনাও শুরু হয়। এমনকী‌ অভিষেকের একার ছবি–সহ যে পোস্টার পড়েছিল, তা নিয়ে বিরোধীদের সমালোচনা উড়ে এসেছিল তৃণমূল কংগ্রেসের দিকে। সেটাকে কমব্যাট করতেই এই নয়া পোস্টার বলে মনে করা হচ্ছে। যদিও এই নিয়ে কোনও মন্তব্য অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায় করেননি।

কী বলেছেন কুণাল ঘোষ?‌ এই পোস্টার কাণ্ড নিয়ে দলের পক্ষ থেকে কেউ মুখ খুলতে চাইছেন না। তখন পরিস্থিতি দেখে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন, ‘‌ওই হোর্ডিং দলের নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেকের সভাপতিত্বে দল চলছে। তবে কাউকে তুলে ধরার বিষয় নিয়ে যে চর্চা চলছে, তা আসলে অর্থহীন। উৎসাহী হয়ে কেউ এই কাজ করেছেন।’‌

ঠিক কী দেখা গিয়েছে?‌ নতুন পোস্টার কলকাতায় পড়ার পর চর্চা তুঙ্গে উঠেছে। এই পোস্টারে মমতা ও অভিষেক দু’‌জনেই রয়েছেন। সেখানে লেখা রয়েছে, ‘‌পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ।’‌ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভিত্তি রেখেই অভিষেকের নেতৃত্বে নতুন করে সেজে উঠবে তৃণমূল কংগ্রেস। যদিও দলের পক্ষ থেকে এমন কিছু বলা হয়নি। এখন মমতা–অভিষেকের ছবি একসঙ্গে নিয়ে পোস্টার প্রকাশ করে দলের মধ্যে সমন্বয়ের বার্তা দেওয়া হল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

বাংলার মুখ খবর

Latest News

ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার! মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ ‘আর কোনো কষ্ট হবে না..’, মাতৃসম হবু শাশুড়িকে হারিয়ে শোকস্তব্ধ ‘মিশকা’ অহনা! নির্মলার কাছে ব্যবসায়ীর ক্ষমা চাওয়ার ভিডিয়ো ফাঁস, নেতাকে দল থেকে তাড়াল BJP আগামিকাল কন্যা সংক্রান্তি, জেনে নিন স্নান দানেরশুভ সময় ও পুজোর পদ্ধতি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.