নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসতেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে। আজ, মঙ্গলবার তাঁর জায়গায় নতুন সভাপতি হিসাবে দায়িত্ব পাচ্ছেন গৌতম পাল। তিনি এখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্যের দায়িত্বে রয়েছেন। আজ রাজ্য শিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এক বছরের জন্য পর্ষদের নতুন সভাপতি হলেন গৌতম পাল। গত জুন মাসে কলকাতা হাইকোর্ট মানিক ভট্টাচার্যকে বরখাস্ত করে।
ঠিক কী জানা যাচ্ছে? সূত্রের খবর, এখন প্রাথমিক শিক্ষা পর্ষদে নতুন অ্যাড হক কমিটি গঠন করা হয়েছে। এই অ্যাড হক কমিটিতে রয়েছেন শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি–সহ অন্যান্য শিক্ষাবিদরা। এতদিন পর্ষদের সভাপতি ছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্য। আদালতের নির্দেশে মানিক ভট্টাচার্য অপসারিত হতেই তাঁর জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। এবার প্রকাশ্যে এল গৌতম পালের নাম। আগে অন্তর্বর্তী সভাপতি হিসাবে কাজ করছিলেন রত্না চক্রবর্তী বাগচী।
আর কী জানা যাচ্ছে? কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদে সভাপতি পরিবর্তন করা হল। মানিক ভট্টাচার্যকে অপসারণ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে তাঁকে বদলে অন্য কাউকে সভাপতির পদে বসানোর সুপারিশ করেছিলেন তিনি। অবশেষে সেই সুপারিশ মেনে নিল রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই প্রাথমিকে ব্যাপক রদবদল ঘটানো হল। রাজ্য সরকার তৈরি করল ১১ সদস্যের নতুন অ্যাঢক কমিটি। নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, অভীক মজুমদাররা এবার প্রাথমিকের পরিচালন ব্যবস্থার আওতায় আনা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। সেখান থেকে বেশ কিছু তথ্য পায় তদন্তকারী সংস্থা। সেই তথ্যকে সামনে রেখেই চলে জিজ্ঞাসাবাদ। এই পরিস্থিতির মধ্যে স্বচ্ছ নিয়োগের স্বার্থে বারবার সওয়াল করেছে রাজ্য সরকার। সম্প্রতি টেট পাশ চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। তারপরেই বিরাট পদক্ষেপ করা হল রাজ্য সরকারের পক্ষ থেকে। স্বচ্ছতার স্বার্থে খোলনলচে বদলে ফেলা হল প্রাথমিক শিক্ষা পর্ষদের।