আয়োজন কিছু কম ছিল না। রবিবার রাতেই প্রায় সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। ঠিক ছিল সকালে পতাকা তোলা হবে। সঙ্গে ভারত মাতার পুজো। ১২৫ ফুট উঁচুতে পতাকা তোলার পরিকল্পনা নিয়েছিল বিজেপি। নিউটাউনের বাস স্ট্যান্ড এলাকায়। কিন্তু সকালে পতাকা তোলার আগেই বিপত্তি। দেখা গেল পতাকার দড়িটাই উধাও হয়ে গিয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, পতাকার দড়িই চুরি করে নেওয়া হয়েছে। এদিকে পতাকার দড়ি চুরির ঘটনা সামনে আসতেই একে একে আসতে শুরু করেন বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা রাহুল সিনহা, দলীয় মুখপাত্র শমীক ভট্টাচার্য ঘটনাস্থলে আসেন।
শমীক ভট্টাচার্য সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছেন। তিনি বলেন, এই ঘটনাটি জাতীয় পতাকা ও দেশের অসম্মান। রাতের অন্ধকারে পতাকার দড়িও চুরি করেছে তৃণমূল। দুষ্কৃতীরা ভয়মুক্ত হয়ে গিয়েছে।কারণ তারা ভাবছে এই সরকার তাদের। তাই যা ইচ্ছা করছে তারা।
রাহুল সিনহা বলেন, স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে বাধা দিচ্ছে। দেশ বিরোধী শক্তির মতো কাজ করছে তৃণমূল। তৃণমূল পতাকার দড়ি চুরি করে নিয়েছে।
পরে ল্যাডার নিয়ে এসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় বলে স্থানীয় সূত্রে খবর। বিরোধীদের দাবি, গরু চুরি থেকে চাকরি চুরির অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে। এবার পতাকার দড়িও চুরি করে নিচ্ছে। তবে এনিয়ে তৃণমূল নেতৃত্বের কোনও বক্তব্য পাওয়া যায় নি।