গত বছর আগস্ট মাসে এক ছাত্রের মৃত্যু হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কিন্তু তার পর কেটে গিয়েছে ন’মাস। র্যাগিংয়ের জেরে সেই ছাত্র মৃত্যুর ঘটনার তদন্ত করে অভ্যন্তরীণ তদন্ত কমিটি। তার একটি রিপোর্টও তৈরি করে তারা। কিন্তু এখন পর্যন্ত যাদবপুরের কর্মসমিতির বৈঠকে সেই রিপোর্ট নিয়ে আলোচনা হয়নি। আজ শুক্রবার কর্মসমিতির বৈঠক বসতে চলেছে। সেই বৈঠকে তদন্ত কমিটি রিপোর্টটি পেশ করা হবে বলে জানা গিয়েছে।
ছাত্র-মৃত্যুর ঘটনার তদন্ত করতে গিয়ে প্রথম থেকে বিতর্কের মুখে পড়ে কমিটি। তাদের তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন তৎকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। কিন্তু তার পরও তদন্ত চালিয়ে যায় অভ্যন্তরীণ কিমিটি। সেই তদন্তের ভিত্তিতে একটি রিপোর্টও তৈরি করে কমিটি। সেটি নিয়ে অ্যান্টি-র্যাগিং কমিটিতে পাঠানো হয়। কিছু অংশ বাদ দিয়ে রিপোর্টটি পাশ করে দেয় কমিটি। এই রিপোর্টে বিভিন্ন সুপারিশ করা হয়েছে। কিন্তু তা কার্যকরী করতে রিপোর্টটি কর্মসমিতিতে পাশ করানো জরুরি। কিন্তু হঠাৎ করে অস্থায়ী উপাচার্য বুদ্ধে সাউকে সরিয়ে দিলে রিপোর্টি চলে যায় ঠান্ডা ঘরে।
আরও পড়ুন। আবার পাতালপথে বিভ্রাট দেখা দিল, শুক্রবারও ভোগান্তি থেকে নিস্তার পেলেন না যাত্রীরা
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসাবে দায়িত্ব নিয়েছেন ভাস্কর গুপ্ত। তার পরই আজ বসতে চলেছে কর্মসমিতির বৈঠক। সেখানেই এই রিপোর্ট পেশ করা হবে। অন্যান্য বিষয়ের সঙ্গে কমিটির দেওয়া রিপোর্টটি নিয়ে আলোচনা হবে।
নবগঠিত কর্মসমিতিতে রাজ্যপালের প্রতিনিধি হিসাবে বাগবাজার হরনাথ স্কুলের প্রধান শিক্ষক কাজী মাসুম আখতার। এছাড়া রয়েছেন জাতীয় গ্রন্থাগারের অধিকর্তা অজয়প্রসাদ সিংহ। রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে রয়েছেন, যাদবপুরেরই ইংরাজির বিভাগের প্রধান মনোজিৎ মণ্ডল। তাঁর থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন বেশ কয়েকজন।
আরও পড়ুন। বাংলাদেশের এমপির দেহ টুকরো করে হলুদ মাখিয়ে লোপাট হল কোথায়? তল্লাশি শুরু ভাঙড়ে
আরও পড়ুন। সাংসদ খুনে ‘হানিট্র্যাপ’! ‘বান্ধবী’র ডাকেই নিউটাউনের ফ্ল্যাটে আসেন আনোয়ারুল
এই পরিস্থিতিতে, শুক্রবার কর্মসমিতির বৈঠক বসতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। একই সঙ্গে সিন্ডিকেটের বৈঠক রয়েছে আজ।
কিন্তু প্রশ্ন উঠছে, ছাত্র-মৃত্যুর মতো গুরুত্বপূর্ণ ঘটনার রিপোর্ট নিয়ে বৈঠকে বসতে কর্মসমিতির এত দিন লাগল কেন তা নিয়ে।
আরও পড়ুন। কলকাতায় ফুটপাথ থেকে শিশু চুরি, বিক্রির ছক বানচাল পুলিশের, বিহার থেকে হল উদ্ধার