বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মেডিক্যাল কলেজে ভরা সভায় ছাত্রদের বিক্ষোভের মুখে ‘রবাহুত' নির্মল মাঝি

মেডিক্যাল কলেজে ভরা সভায় ছাত্রদের বিক্ষোভের মুখে ‘রবাহুত' নির্মল মাঝি

নির্মল মাঝি

অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে কোথাও নির্মল মাঝির নাম ছিল না বলে দাবি ছাত্র সংসদের। তা সত্বেও রবাহুতের মতো তিনি অনুষ্ঠানে হাজির হন। এমনকী মঞ্চে উঠে পড়েন তিনি। অনুষ্ঠানে ছাত্র সংসদের তরফে বক্তব্য রাখার পর নির্মল মাঝিকে উদ্দেশ করে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন সদস্য।

ফের বিতর্ক টসিলিজুমাব কাণ্ডে অভিযুক্ত তৃণমূল বিধায়ক নির্মল মাঝি। বিনা আমন্ত্রণে কলকাতা মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা দিবসে এসে হাজির হওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। যার জেরে তাঁকে উদ্দেশ করে অনুষ্ঠান চলাকালীনই বিক্ষোভ দেখান ছাত্র সংসদের সদস্যরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল নির্মল মাঝিকে।

শনিবার কলকাতা মেডিক্যাল কলেজের ১৮৯তম জন্মদিনের অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে কোথাও নির্মল মাঝির নাম ছিল না বলে দাবি ছাত্র সংসদের। তা সত্বেও রবাহুতের মতো তিনি অনুষ্ঠানে হাজির হন। এমনকী মঞ্চে উঠে পড়েন তিনি। অনুষ্ঠানে ছাত্র সংসদের তরফে বক্তব্য রাখার পর নির্মল মাঝিকে উদ্দেশ করে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন সদস্য। নির্মল মাঝি ধিক্কার, নির্মল মাঝি হায় হায়, নির্মল মাঝি শেম শেম বলে স্লোগান দিতে থাকেন তাঁরা। এর পর কক্ষ ত্যাগ করেন বিক্ষোভকারীরা।

এই ঘটনায় ভাইস প্রিন্সিপাল অঞ্জন অধিকারী বলেন, ‘ছাত্ররা তাদের বক্তব্য জানিয়েছেন। কিন্তু সভাগৃহের মধ্যে এটা না হলেই ভালো হত। নির্মলবাবু বিধানসভার স্বাস্থ্য বিধায়ক স্থায়ী কমিটির সদস্য। তাই তাঁকে সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল।’ নির্মলবাবু বলেন, ছাত্ররা আমার সন্তানের মতো। ওদের ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে। কিন্তু ওরা যেটা করেছে তাকে কেউ সমর্থন করেননি।

বলে রাখি, দীর্ঘদিন কলকাতা মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতির সভাপতি ছিলেন নির্মল মাঝি। তাঁর বিরুদ্ধে হাসপাতাল থেকে বহুমূল্য টসিলিজুমাব ইনজেকশন সরানোর অভিযোগ রয়েছে। লাগাতার অভিযোগের জেরে তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেয় সরকার। কিন্তু মেডিক্যাল কলেজের মায়া কাটাতে পারছেন না নির্মলবাবু।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.