SSC নিয়োগ দুর্নীতিতে সংস্থার ২ প্রাক্তন চেয়ারম্যানসহ ৬ জনকে তলব করল সিবিআই। তদন্তকারী সংস্থার তলব পেয়ে সোমবার সকালে নিজাম প্যালেসে পৌঁছেছেন SSC-র প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল ও প্রদীপকুমার সুর। সঙ্গে সুবীরেশ ভট্টাচার্যের নির্দেশে কাজ করতেন SSC-র এমন ৪ আধিকারিককেও তলব করেছে সিবিআই। তারাও পৌঁছেছেন নিজাম প্যালেসে।
হাইকোর্টের ধমক খেয়ে শনিবারই SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে নিয়েছে সিবিআই। তদন্তকারীদের দাবি, গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতেও সুবীরেশের হাত রয়েছে। তবে জেরায় সুবীরেশ মুখ খুলছেন না বলে সিবিআই সূত্রে খবর। কোনও প্রশ্নের উত্তর দিচ্ছেন না তিনি। এই পরিস্থিতিতে সুবীরেশের মুখ থেকে কথা বার করলে SSC-র প্রাক্তন চেয়ারম্যানদের মুখোমুখি বসিয়ে তাকে জেরা করতে চান গোয়েন্দারা। সঙ্গে তার অধীনে যে চার আধিকারিক কাজ করতেন তাদেরও মুখোমুখি বসানো হতে পারে সুবীরেশকে।
সোমবার দুপুরে সিবিআই দফতরে পৌঁছন চিত্তরঞ্জনবাবু। সেখানে ঢোকার সময় তিনি সাংবাদিকদের জানান, বেশ কিছু প্রশ্ন তাঁকে করেছেন গোয়েন্দারা। এদিন দুপুরে সুবীরেশকে মেডিক্যাল পরীক্ষা করাতে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যান সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, সেখান থেকে ফেরার পর তাকে প্রদীপ সুরের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে।
কলকাতা হাইকোর্টের নির্দেশে গত শনিবার সুবীরেশ ভট্টাচার্যকে সিবিআই হেফাজতে পাঠায় আলিপুর আদালত। তার আগে নবম – দশম নিয়োগ দুর্নীতিতে সুবীরেশকে গ্রেফতার করেছিলেন তদন্তকারীরা। গ্রেফতারির পর থেকেই সুবীরেশ তদন্তে অসহযোগিতা করে আসছেন বলে দাবি তদন্তকারী সংস্থাগুলির। নবম – দশম নিয়োগে কী করে সাদা খাতার নম্বর বাড়িয়েছেন সুবীরেশ তা ইতিমধ্যে প্রকাশ্যে এনেছেন তদন্তকারীরা।