বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > রাজ্যের গুঁতোয় আবার পালটাল সূচি, দেখুন কবে কবে কলকাতায় বন্ধ উড়ান পরিষেবা

রাজ্যের গুঁতোয় আবার পালটাল সূচি, দেখুন কবে কবে কলকাতায় বন্ধ উড়ান পরিষেবা

অগস্ট সাতদিন কলকাতা বিমানবন্দরে বন্ধ থাকবে উড়ান পরিষেবা (ছবিটি প্রতীকী, সৌজন্য ব্লুমবার্গ)

দেখে নিন কবে কবে কলকাতায় বিমান ওঠানামা করবে না -

সম্পূর্ণ লকডাউনে কলকাতা বিমানবন্দরে উড়ান পরিষেবা বন্ধের আর্জি জানিয়েছিল রাজ্য। তাতে সাড়া দিয়ে কলকাতা বিমানবন্দরের তরফে জানানো হয়েছিল, সার্বিক লকডাউনের সাতদিন কলকাতায় বিমান ওঠানামা করবে না। কিন্তু তারপর সোমবার সন্ধ্যায় লকডাউনের (এই নিয়ে তিনবার) সূচি পরিবর্তন করেছে রাজ্য। সেইমতো কবে কবে কলকাতায় বিমান ওঠানামা করবে না, তার নয়া তালিকা প্রকাশ করা হল। দেখে নিন  সেই তালিকা -

1

৫ অগস্ট (বুধবার)।

2

৮ অগস্ট (শনিবার)। 

3

২০ অগস্ট (বৃহস্পতিবার)।

4

২১ অগস্ট (শুক্রবার)। 

5

২৭ অগস্ট (বৃহস্পতিবার)। 

6

২৮ অগস্ট (শুক্রবার)। 

7

৩১ অগস্ট (সোমবার)।

8

এর আগে, গত ৩০ জুলাই কলকাতা বিমানবন্দরের তরফে জানানো হয়েছিল, আগামী ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ অগস্ট উড়ান পরিষেবা বন্ধ থাকবে। কিন্তু রাজ্যের গুঁতোয় তা ফের পালটানো হল। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরের তরফে একটি টুইটবার্তায় কলকাতা বিমানবন্দরের তরফে বলা হয়, ‘আপডেট : রাজ্য সরকারের ৩ অগস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী লকডাউনের সংশোধিত সূচি অনুযায়ী আগামী ৫, ৮, ২০, ২১, ২৭, ২৮ এবং ৩১ অগস্ট কলকাতায় উড়ান পরিষেবা বন্ধ থাকবে।’

বন্ধ করুন