বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Dengue data dispute: ‘কেন্দ্রকে সব জানানো হয়েছে’ ডেঙ্গির তথ্য লুকোনো নিয়ে নড্ডাকে জবাব চন্দ্রিমার

Dengue data dispute: ‘কেন্দ্রকে সব জানানো হয়েছে’ ডেঙ্গির তথ্য লুকোনো নিয়ে নড্ডাকে জবাব চন্দ্রিমার

চন্দ্রিমা ভট্টাচার্য (ফাইল ছবি)

রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রকে সব রকমের তথ্য দেওয়া হয়েছে। কোনও কিছু লুকানো হয়নি। নতুন করে আর কিছু দেওয়ার নেই। তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘ওরা প্রতিদিনই রাজ্য সরকারকে কটাক্ষ করে কিছু না কিছু বলে থাকে।’

বর্ষা শুরু হতেই রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, কয়েকটি কলকাতার বোরোতেই জানুয়ারি থেকে জুলাইয়ের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গতবারকে ছাপিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার তথ্য লুকোচ্ছে বলে সংসদে অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নড্ডা। পরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদারও জেপি নড্ডার সেই বক্তব্যের ফুটেজ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্য সরকারকে নিশানা করেন। এ নিয়ে পাল্টা জবাব দিলেন রাজ্যের স্বাস্থ্য দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আরও পড়ুন: ডেঙ্গি ঠেকাতে তৎপর কলকাতা পুরসভা, জরুরি বৈঠক ডাকলেন মেয়র ফিরহাদ হাকিম

চন্দ্রিমা প্রতিক্রিয়ায় বলেছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রকে সব রকমের তথ্য দেওয়া হয়েছে। কোনও কিছু লুকানো হয়নি। নতুন করে আর কিছু দেওয়ার নেই। তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘ওরা প্রতিদিনই রাজ্য সরকারকে কটাক্ষ করে কিছু না কিছু বলে থাকে।’ প্রসঙ্গত, সোমবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় নড্ডা অভিযোগ করেছিলেন, ‘পশ্চিমবঙ্গ সরকার ডেঙ্গির কোনও তথ্য কেন্দ্রের কাছে নথিভুক্ত করছে না। তথ্য লুকানোর কি আছে।’ তার প্রেক্ষিতে এমন জবাব দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। যদিও বর্ষা শুরু হতেই প্রতি বছর ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পায়। রাজ্যে এবার বর্ষার দেরিতে আসলেও ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তবে এবার আগে থেকেই পদক্ষেপ করেছে রাজ্য সরকার। পুরসভাগুলিকে এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। 

জানা গিয়েছে, ডেঙ্গি নিয়ে পুরসভাগুলিকে আরও সতর্ক করতে আগামী ৮ অগস্ট কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে বৈঠক ডেকেছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সেই বৈঠকে রাজ্যের সব পুরসভার চেয়ারম্যান, প্রশাসক, দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, পুরও ও নগর উন্নয়ন দফতরের শীর্ষ আধিকারিক ও কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা থাকবেন। এছাড়াও কিছু বিশেষজ্ঞ বৈঠকে অংশ নেবেন।

উল্লেখ্য, এর আগে ফিরহাদ বলেছিলেন, এবার বর্ষা দেরিতে এসেছে। ডেঙ্গি নিয়ে সচেতন থাকতে হবে। পুরসভার তরফে মানুষকে সচেতন করা হচ্ছে। দক্ষিণ কলকাতায় সংক্রমণ বৃদ্ধির প্রসঙ্গে মেয়র জানান, মূলত ফাঁকা জমি এবং পুরনো বাড়ির কারণে এলাকায় ডেঙ্গি বাড়ছে। মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। তবে ডেঙ্গি সংখ্যা কমানো যাবে না। 

বাংলার মুখ খবর

Latest News

২৩১ রান ও ৫ উইকেট- ‘১৯ নভেম্বরের জুটি’-র তাণ্ডবে ৪৪ ওভারেই ৩১৬ তুলে জিতল অজিরা! Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল ‘নিজেকে এলিয়েন মনে হয় না, ভাগ্যিস….’, লেভার কাপের কেন এরকম বললেন ফেডেরার? ‘তিন নম্বরে তোমায় দরকার’: রোহিত-গিল-কোহলির ব্যর্থতার পরেই ভাইরাল পূজারার ভিডিয়ো বিয়ে বাঁচাতে অমিতাভ-জয়ার থেকে আলাদা হবেন অভিষেক? জলসার কাছে কিনলেন নতুন সম্পত্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.