মঙ্গলবার ভোট গণনা। বুথ ফেরত সমীক্ষায় বলা হচ্ছে দেশ জুড়ে এগিয়ে রয়েছে বিজেপি। তবে ৪ঠা জুন ভোটের ফলাফলে কী হবে সেটাই দেখার। কিন্তু ভোটের ফলাফল যাই হোক, ৪ঠা জুন ভোট গণনার দিন কিন্তু দেশের বিভিন্ন রাজ্যে বন্ধ থাকবে মদের দোকান। সেক্ষেত্রে সুরাপ্রেমী অনেকেই আবার আগাম মদ কিনে রাখছেন বলে খবর।
জুন মাসের একাধিক দিনকে এবার ড্রাই ডে হিসাবে ঘোষণা করা হয়েছে। তার মধ্য়ে ভোট গণনার দিনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। সেদিন মদ মিলবে না দেশের কোথাও। মিন্টের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে ৪ জুন ভোট গণনার দিন দেশের কোথাও মদ মিলবে না।
সূত্রের খবর, ৩রা জুন রাত ১২টা থেকে ৪ঠা জুন রাত ১২টা পর্যন্ত মদ পাওয়া যাবে না। খোলা থাকবে না মদের দোকান। সমস্ত মদের দোকান, বার হোটেল, রেস্তরাঁ, সব বন্ধ থাকবে এই সময়কালের মধ্য়ে। তবে রেস্তরাঁ বা হোটেলে অ্যালকোহল নেই এমন পানীয় পরিবেশন করা যাবে।
সেক্ষেত্রে যারা ভাবছেন ভোট গণনার পরে একটু উল্লাস করবেন, মদ্যপানের প্ল্যান রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতেই পারে। সেকারণে আগাম প্রস্তুতি না থাকলে কিছুটা সমস্যা হতেই পারে।
এদিকে সূত্রের খবর, গণনার দিনে সাধারণত বিজয়ী দলের সমর্থকরা খাওয়া দাওয়া, পার্টির আয়োজন করে। মিষ্টিমুখ তো চলেই। সেই সঙ্গে মদ্যপানের আসরও বসে। তবে এবার ওই দিন থাকছে ড্রাই ডে। যাতে মদ্য়পান করে কেউ গন্ডগোল পাকাতে না পারেন সেব্যাপরে সতর্ক করা হয়েছে।
অন্যদিকে ৬ই জুনও থাকছে ড্রাই-ডে। তবে সেটা কেবলমাত্র কর্ণাটকের জন্য় প্রযোজ্য। কারণ ওই দিন কর্ণাটক লেজিসলেটিভ কাউন্সিল ইলেকশনের ভোট গণনার দিন। সেদিন কর্ণাটকে মদ বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে সূত্রের খবর, এই ড্রাই ডে-র বিষয়টি জানার পরেই অনেকেই মদ আগাম কিনে রাখছেন। যারা ভাবছেন ওই দিন বন্ধু বান্ধবদের নিয়ে একটু পার্টি করবেন তারা আগে থেকে মদ কিনে রাখছেন। কারণ আগে থেকে মদ কিনে না রাখলে কিছুটা সমস্যা হতে পারে সুরাপ্রেমীদের।
এদিকে বোম্বে হাইকোর্ট জানিয়েছে,মুম্বইতে মদের বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা ভোট গণনার সময় জারি থাকবে। তবে সেটা ভোট গণনার পরে তুলে নেওয়ার ব্যাপারে বলা হয়েছে। তবে এটা শুধু মুম্বইয়ের জন্য প্রযোজ্য করা হবে।