বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ধর্ষণ ছাড়া অন্য কোনও মামলায় আমৃত্যু কারাদণ্ড দিতে পারবে না নিম্ন আদালত: হাইকোর্ট

ধর্ষণ ছাড়া অন্য কোনও মামলায় আমৃত্যু কারাদণ্ড দিতে পারবে না নিম্ন আদালত: হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট। ফাইল ছবি (HT_PRINT)

এই রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতির জয়মাল্য বাগচি ও বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ।

অনেক অপরাধের ক্ষেত্রে নিম্ন আদালত অপরাধীকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে থাকে। তবে ধর্ষণ ছাড়া অন্য কোনও মামলার ক্ষেত্রে অপরাধীকে নিম্ন আদালত আমৃত্যু কারাদন্ড দিতে পারবে না বলেই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এক ব্যক্তির জামিনের আবেদনের শুনানির পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতির জয়মাল্য বাগচি ও বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ।

হাইকোর্টের, স্পষ্ট নির্দেশ ধর্ষণ ছাড়া অন্য কোনও মামলার ক্ষেত্রে দোষীর মৃত্যুদণ্ড বদল করে আমৃত্যু কারাদণ্ড দিতে পারে শুধুমাত্র হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। পরবর্তী সময়ে নিম্ন আদালত যাতে এই ধরনের ভুল না করে তার জন্য রাজ্যের সমস্ত বিচারবিভাগীয় অফিসারকে এই নির্দেশের প্রতিলিপি পাঠানোর জন্য কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য, তমলুকে একটি খুনের মামলায় জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত সূত্রের খবর, ২০১১ সালের ১০ নভেম্বর তমলুকে গাড়ি থেকে অ্যাসিড দগ্ধ এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ মনিরুল ও জাইরুল নামে দুজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে খুন এবং অস্ত্র আইনে মামলা রুজু হয়। সেই মামলা চলে তমলুক আদালতে। ২০১৪ সালের ২৫ ও ২৬ আগস্ট তমলুক আদালত জাইরুলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আমৃত্যু কারাদণ্ড দেয় মনিরুলকে। এর পরেই কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানান মনিরুল। সেই মামলার শুনানি প্রসঙ্গে এমন রায় দিয়েছে রাজ্যের উচ্চ আদালত।

হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাষ্ট্রপতি বা রাজ্যপালের সাংবিধানিক ক্ষমতাকে ক্ষুণ্ন না করে সুপ্রিমকোর্ট এবং হাইকোর্টই শুধুমাত্র মৃত্যুদণ্ডের বদলে আমৃত্যু কারাদণ্ড দিতে পারে। একইসঙ্গে, ভারতীয় দণ্ডবিধির ৪৩৩-এর ‘ক’ ধারার কথা উল্লেখ করে কলকাতা হাইকোর্ট মনিরুলের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।

বন্ধ করুন