শহরের বিভিন্ন জায়গায় ফুটপাথ দখল করে বসছেন নতুন হকাররা। এনিয়ে উদ্বেগ প্রকাশ করে কড়া বার্তা দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘শহরে নতুন করে কোনও হকারকে ফুটপাথ দখল করতে দেওয়া হবে না।’ বউবাজার এবং বড়বাজারে ফুটপাথ এবং রাস্তার উপর নতুন হকাররা দখল করছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে ফুটপাথে চলাচল করতে গিয়ে সমস্যায় পড়ছেন পথ চলতি সাধারণ মানুষ। এনিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেছেন ফিরহাদ হাকিম।
শুক্রবার কলকাতা পুরসভায় বৈঠক হয়। সেই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ বলেন, ‘আমরা হকারদের নতুন করে ফুটপাথ দখলের অনুমতি দেব না। হকিং স্পেস বিক্রিও করা হবে না। যদি কোনও হকার বাণিজ্য থেকে বেরিয়ে যায়, তবে সে স্থানটি বিক্রি করা হবে না। টাউন ভেন্ডিং কমিটির সদস্যদের জানাতে হবে এবং তারপর তারা অন্য হকারকে সেই জায়গা দেওয়ার বিষয়ে বিবেচনা করবেন।’
এদিন বৈঠকে বড়বাজারের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে ও বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা নতুন হকারদের ফুটপাথ দখল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। যদিও হকার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ দাবি করেন, নতুন হকাররা শহরের গাড়ি চলাচলের রাস্তা বা ফুটপাথ দখল করেনি। টাউন ভেন্ডিং কমিটির সদস্যরা হকারদের ওপর সমীক্ষা চালাবেন। তারা পথচারীদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখবেন।
অন্যদিকে, শহরের ফুটপাথে বসে যে সব হকাররা ব্যবসা করেন তাদের ৫০০ টাকা ফি দিতে হতে পারে। টাউন ভেন্ডিং কমিটি এই মর্মে একটি প্রস্তাব কলকাতা পুরসভাকে পাঠিয়েছিল। সেই প্রস্তাবে কলকাতা পুরসভা অনুমোদন দিয়েছে। জানা গিয়েছে, ব্যবসায়ীদের পুরসভা হকার হিসেবে শংসাপত্র দেওয়ার পরেই এই ফি নেওয়া হবে। বর্জ্য পরিষ্কার-সহ অন্যান্য পরিষেবার জন্য স্বীকৃত হকারদের থেকে বার্ষিক ২০০০ টাকা ফি নেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করছে টাউন ভেন্ডিং কমিটি। দুটি ক্ষেত্রে কলকাতা পুরসভাকে এই ফি দিতে হবে। এরফলে কলকাতা পুরসভা যদি টাউন ভেন্ডিং কমিটির প্রস্তাব গ্রহণ করে তবে প্রথমবারের জন্য হকারদের পুরসভা ও সরকারকে ফি দেওয়ার বিষয়টি সরকারিভাবে স্বীকৃতি পাবে। এর জন্য হকারদের রশিদ দেওয়া হবে। জানা গিয়েছে, স্বীকৃত হকারদের শংসাপত্রের পাশাপাশি পরিচয়পত্রও দেওয়া হবে। পুরসভার তরফে হকারদের দেওয়া সার্টিফিকেটের মেয়াদ থাকবে এবং মেয়াদ উত্তীর্ণ হলে তা পুনর্নবীকরণ করতে হবে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup