বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সমালোচনা থেকে শিখি, দাবি মমতার, BJPর MLA-MPদের প্রশাসনিক সভায় ডাকেন না কেন? শংকর

সমালোচনা থেকে শিখি, দাবি মমতার, BJPর MLA-MPদের প্রশাসনিক সভায় ডাকেন না কেন? শংকর

শংকর ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

মুখ্যমন্ত্রীর মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। তিনি বলেন, উনি সমালোচনা থেকে শেখেন বলেই বিধানসভার অধিবেশনের মেয়াদ দিন দিন কমছে। যে ক’দিন অধিবেশন হয় তাতেও বিরোধীদের বলতে দেওয়া হয় না।

সমালোচনা থেকে তিনি শেখেন, কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধাননগর সেন্ট্রাল পার্ক প্রাঙ্গনে শুরু হয়েছে ৪৬তম কলকাতা বইমেলা। অনুষ্ঠানে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে সম্মানিত করে রাজ্য সরকার।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আয়োজক ও অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। এবারের বইমেলার থিম রাষ্ট্র স্পেন। হাজির ছিলেন সেদেশের মন্ত্রী গালভেজ সালভাদোর। তার পর তিনি বলেন, ‘সমালোচনার ঊর্ধ্বে কেউ নন। আমি সমালোচনা থেকে শিখি।’

মুখ্যমন্ত্রীর মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। তিনি বলেন, উনি সমালোচনা থেকে শেখেন বলেই বিধানসভার অধিবেশনের মেয়াদ দিন দিন কমছে। যে ক’দিন অধিবেশন হয় তাতেও বিরোধীদের বলতে দেওয়া হয় না। বিনা আলোচনায় একের পর এক বিল পাশ হয়ে যায়। উনি নিজেই প্রশ্নপত্র তৈরি করেন, নিজেই পরীক্ষা দেন তার পর নিজেই খাতা দেখে নিজেকে সেরা ঘোষণা করেন। কোনও প্রশাসনিক সভায় বিরোধী দলের সাংসদ বিধায়কদের ডাকেন না। এমনকী প্রজাতন্ত্র দিবসের সরকারি অনুষ্ঠানেও বিরোধী বিধায়করা ডাক পাননি।

শংকরবাবু মনে করান, ‘মুখ্যমন্ত্রীর সমালোচনা করলে কী পরিণতি হয় রাজ্যের মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। অম্বিকেশ মহাপাত্র একটা কার্টুন শেয়ার করায় ১১ বছর তাঁকে আদালতের চক্কর কাটিয়েছেন উনি। সারের দাম নিয়ে প্রশ্ন করায় শিলাদিত্যকে মাওবাদী বলে জেলে ভরেছেন। স্বৈরাচারের চরম সীমা অতিক্রম করেছেন উনি’।

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

বন্ধ করুন