প্রথমবার পুরোদমে নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোর ট্রায়াল রান হল। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শুক্রবার কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের (নোয়াপাড়া-বারাসত মেট্রো) নোয়াপাড়া থেকে বিমানবন্দর (কলকাতা এয়ারপোর্ট) স্টেশনের মধ্যে ট্রায়াল রান হয়েছে। যে ৭.০৪ কিলোমিটার অংশের মধ্যে প্রাথমিকভাবে বাণিজ্যিক পরিষেবা চালু করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। আর সেজন্যই শুক্রবার নোয়াপাড়া থেকে বিমানবন্দর স্টেশনের মধ্যে ট্রায়াল রান চালানো হয়েছে। খতিয়ে দেখা হয়েছে বিভিন্ন পরিকাঠামো ও সুযোগ-সুবিধা।
নোয়াপাড়া থেকে শুরু হয় ট্রায়াল রান!
শুক্রবার বেলা ১২ টা ৯ মিনিটে নোয়াপাড়া থেকে একটি রেক (এমআর ৪০৮) রওনা দেয়। পুরো ট্রায়াল রানের সময় মোটরম্যানের কেবিনে ছিলেন মেট্রো রেলের জেনারেল পি উদয়কুমার রেড্ডি। নোয়াপাড়ার পরবর্তী স্টেশন দমদম ক্যান্টনমেন্টে কিছুক্ষণ দাঁড়ায় মেট্রো। সেই স্টেশন পরিদর্শন করেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার। শেষপর্যন্ত বেলা ১২ টা ৩১ মিনিটে বিমানবন্দর স্টেশনে পৌঁছায় মেট্রো।
আরও পড়ুন: Noapara to Barasat Metro: এয়ারপোর্ট তো হল, বারাসতে কবে মেট্রো পৌঁছাতে পারে? মুখ খুললেন মন্ত্রী
এয়ারপোর্ট স্টেশন পরিদর্শন মেট্রো কর্তৃপক্ষের
বিমানবন্দর স্টেশনে পৌঁছানোর পরে সেই পরিকাঠামো খতিয়ে দেখেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার এবং শীর্ষকর্তারা। প্ল্যাটফর্ম এবং কনকোর্সে কী কী সুযোগ মিলবে, তা খতিয়ে দেখেন। কাজের অগ্রগতি নিয়ে জেনারেল ম্যানেজারকে বিস্তারিতভাবে জানান মেট্রোর আধিকারিকরা।
তারপর বিমানবন্দর স্টেশন থেকে নোয়াপাড়ার উদ্দেশে মেট্রো রওনা দেয়। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ফিরতি পথে দুপুর ১ টা ৫৭ মিনিটে বিমানবন্দর স্টেশন থেকে মেট্রো ছাড়ে। যা দুপুর ২ টো ২১ মিনিটে পৌঁছায়।
নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোর গুরুত্বপূর্ণ বিষয়
১) নোয়াপাড়া থেকে বিমানবন্দরের মধ্যে চারটি স্টেশন আছে - নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং জয় হিন্দ বা বিমানবন্দর স্টেশন।
২) এশিয়ার অন্যতম বড় আন্ডারগ্রাউন্ড (মাটির নীচে) স্টেশন হতে চলেছে বিমানবন্দর স্টেশন (জয় হিন্দ মেট্রো স্টেশন)।
৩) নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রোর দূরত্ব হচ্ছে ৭.০৪ কিলোমিটারের মতো। তার মধ্যে ১.৮ কিমির অংশ মাটির নীচে আছে। ৫.২৩ কিমি অংশ আছে মাটির উপরে।
৪) জয় হিন্দ স্টেশনে মোট পাঁচটি প্ল্যাটফর্ম থাকছে। প্রতিটির দৈর্ঘ্য ১৮০ মিটার।
৫) জয় হিন্দ স্টেশনের কোনকোর্স এলাকার দৈর্ঘ্য হল ১৪,৬৪৫ স্কোয়ার মিটার।
৬) এয়ারপোর্ট মেট্রো স্টেশনে ছ'টি সিঁড়ি আছে। প্ল্যাটফর্ম এবং কোনকোর্সের মধ্যে ছ'টি লিফট এবং ১২টি এসক্যালেটর রয়েছে।
৭) কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন (নিউ গড়িয়া থেকে বিমানবন্দর) এবং ইয়েলো লাইনের (নোয়াপাড়া থেকে বারাসত) সংযোগস্থল হচ্ছে বিমানবন্দর মেট্রো কর্তৃপক্ষ।
৮) এয়ারপোর্ট মেট্রো স্টেশনে দুটি সাবওয়ে আছে। যশোর রোড থেকে বিমানবন্দর মেট্রো স্টেশনকে যুক্ত করবে একটি সাবওয়ে। দৈর্ঘ্য ৩৩০ মিটার। অপরটি কলকাতা বিমানবন্দরকে যুক্ত করবে জয় হিন্দ মেট্রো স্টেশনকে।