বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Norwester: ৮৪ কিমি বেগে কালবৈশাখী কলকাতায়, গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ঝড়ে তছনছ জেলা

Norwester: ৮৪ কিমি বেগে কালবৈশাখী কলকাতায়, গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ঝড়ে তছনছ জেলা

কলকাতায় প্রবল কালবৈশাখী ঝড়, গাছ ভেঙে পড়ল গাড়ির উপর (ANI Photo) (Saikat Paul)

সোমবার ভয়াবহ কালবৈশাখী তাণ্ডব দেখল বাংলা। কলকাতা সহ একাধিক জেলাতে কালবৈশাখীর রুদ্র ছবি। রেসকোর্স ও ভিক্টোরিয়ার মাঝের রাস্তায় একের পর এক গাছ ভেঙে পড়ে।

সপ্তাহের প্রথম দিন। প্রবল কালবৈশাখীর জেরে তছনছ হয়ে গেল বাংলার বিভিন্ন প্রান্ত। কলকাতা সহ রাজ্য়ের বিভিন্ন প্রান্তে এই তাণ্ডবের ছবি। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার বিকাল ৫টা ৪১ মিনিটে সর্বোচ্চ ৮৪ কিমি বেগে কালবৈশাখী ঝড় বইতে থাকে। সব মিলিয়ে ৩ মিনিট স্থায়ী হয় এই কালবৈশাখী। সন্ধ্যা ৬টা নাগাদ দমদম এলাকায় ৬২ কিমি বেগে ঝড় বইতে থাকে। ১ মিনিট স্থায়ী হয়েছিল এই ঝড়।

সোমবার ভয়াবহ কালবৈশাখীর তাণ্ডব দেখল বাংলা। কলকাতা সহ একাধিক জেলাতে কালবৈশাখীর রুদ্র ছবি। রেসকোর্স ও ভিক্টোরিয়ার মাঝের রাস্তায় একের পর এক গাছ ভেঙে পড়ে। গাড়ির উপর গাছ ভেঙে পড়ে। সূত্রের খবর, গাড়ির ভেতরে চালক ছিলেন। গাছ ভেঙে পড়ার পরেই তিনি গাড়ির উলটো দিকের গেট দিয়ে বেরিয়ে যান। হাইকোর্টের এক আইনজীবী ওই রাস্তা দিয়ে ফিরছিলেন। তিনি বাইক নিয়ে আটকে পড়েন ভেঙে পড়ার গাছের মধ্য়ে। সব মিলিয়ে একেবারে ভয়াবহ পরিস্থিতি। রাস্তায় বহু হোর্ডিং ভেঙে পড়ে।

রেড রোড ও রেস কোর্সের একাধিক জায়গায় এদিন দেখা গিয়েছে কালবৈশাখীর তাণ্ডবের টুকরো ছবি। কার্যত অবরূদ্ধ হয়ে যায় এলাকা। লেক গার্ডেন্সের বিভিন্ন জায়গায় গাছ ভেঙ পড়ে। এর জেরে দীর্ঘ যানজট শুরু হয়ে যায়। সার্দার্ন এভিনিউ যাওয়ার রাস্তাও আটকে যায়। তবে ঝড়ের সঙ্গেই শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি। সব মিলিয়ে একেবারে চরম দুর্ভোগ বাসিন্দাদের।

এদিকে কালবৈশাখীর তাণ্ডব শুধু কলকাতায় নয়, গোটা রাজ্য জুড়ে ব্যপক ক্ষয়ক্ষতি। কলকাতা, হাওড়া, নদিয়া, দুই ২৪ পরগনাতেও প্রবল ঝড়। বিভিন্ন জায়গায় গাছের ডাল ভেঙে পড়ে। অবরূদ্ধ হয়ে যায় রাস্তা। রাস্তায় তীব্র যানজট। সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে যায়।

এদিকে কালবৈশাখীর জেরে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে রেল চলাচলে বিঘ্ন ঘটে। ওভারহেড তারে গাছের ডাল ভেঙে পড়ে। শ্য়ামনগর ও কাঁকিনাড়ার মাঝে ওভারহেডে তারে গাছের ডাল পড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। শ্যামনগর, নৈহাটি লাইনেও ঝড়ের জেরে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

হাওড়া ডিভিশনে চন্দননগর, কোন্ননগর এলাকায় রেললাইনে গাছের ডাল ভেঙে পড়ে। হাওড়া-ব্যান্ডেল সেকশনেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

 

বন্ধ করুন