মুখ্যমন্ত্রীর ভাষণকে কেন্দ্র করে তুমুল হট্টোগোল বাঁধল বিধানসভায়। বুধবার মুখ্যমন্ত্রী বলতে উঠলেই উঠে দাঁড়িয়ে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখিয়ে ওয়াক আউট করেন তাঁরা। এদিন তাঁর ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিজেপি নয়, হিন্দু ধর্মকে রক্ষা করবে তৃণমূল।
আরও পড়ুন - মুসলিম তোষণ করতে হাইকোর্টেরও পরোয়া করেন না মমতা: শংকর ঘোষ
পড়তে থাকুন - শুভেন্দু কি এবার ভবানীপুরে দাঁড়াবেন? কী বলছেন সুকান্ত! 'মমতাকে হারাব'
এদিন বক্তব্যের প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন মমতা। মঙ্গলবার বিধানসভার সামনে শুভেন্দু অধিকারীর ‘মুসলিম বিধায়কদের ছুড়ে ফেলে দেব’ মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘ধর্মের নামে জালিয়াতি করবেন না। বিজেপি নয়, হিন্দু ধর্মকে রক্ষা করবে তৃণমূলই বিরোধী দল মানেই বিধানসভার মধ্যে রোজ ভাঙচুর হতে দেব না আমাদের দেশ ধর্মনিরপেক্ষ। এখানে সবাই নিজের ধর্মাচরণ করেন। আপনারা সরস্বতী পুজো নিয়ে মিথ্যাচার করছেন। আপনারা ধর্মীয় কার্ড খেলেন। সব থেকে বড় ধর্ম মানবিকতা। আপনাদের হিন্দু ধর্ম রামকৃষ্ণ - বিবেকানন্দের ধর্ম নয়। এটা রাজ্যকে ভয়ানক দিকে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী ইরাকে যান, সেটা কোন ধর্মের দেশ? আপনারা জানেন না বাংলাদেশের কত হিন্দুকে আমরা আশ্রয় দিয়েছি?
আরও পড়ুন - ‘বাবা-মা বাংলাদেশি হলেও আমি ভারতীয়!’ দাবি তৃণমূলের ‘আগুনে’ যুবনেতার
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে বক্তব্য রাখেন বিজেপির মুখ্যসচেতক শংকর ঘোষ। তিনি বলেন, হুমায়ুঁ কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিমের মতো নেতারা রোজ হিন্দুদের আক্রমণ করেন কিন্তু তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয় না। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভাঙচুরে নেতৃত্ব দিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি।