বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনের সংখ্যা ছাড়িয়েছে ১৫ লাখ

‌লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনের সংখ্যা ক্রমশ বাড়ছে। সম্প্রতি সরকারি এই প্রকল্পে আবেদনের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনের সংখ্যা অনেকটাই বেড়েছে।

করোনা পরিস্থিতিতে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির ওপর জোর দিয়েছে রাজ্য সরকার। মহিলাদের হাতে যাতে কিছু আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের তরফে জানা গিয়েছে, দুয়ারে ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ১৬১টি। গত শনিবার পর্যন্ত এই পরিসংখ্যান সরকারের হাতে এসেছে। সোমবার পর্যন্ত এই দুয়ারে ক্যাম্প চলেছে। ফলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের সংখ্যা যে আরও বেড়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডারের পর যে প্রকল্পে সবচেয়ে বেশি আবেদনপত্র জমা পড়েছে, সেটি হল স্বাস্থ্য সাথী প্রকল্প। স্বাস্থ্য সাথীতে আবেদনপত্র জমা পড়েছে ৯ লাখ ৩১ হাজার। খাদ্যসাথীতে আবেদনপত্র জমা পড়েছে ৫ লাখ ১২ হাজার ও কৃষক বন্ধুতে আবেদনপত্র জমা পড়েছে ৪ লাখ ১৫ হাজার। এবারে দুয়ারে সরকার ক্যাম্পে মোট ৪৮ লাখ আবেদনপত্র জমা পড়েছে। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে উন্মাদনা সাধারণ মানুষের মধ্যে রয়েছে তা অন্য প্রকল্পে নেই। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১ কোটি ৫৩ লাখ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত অক্টোবর থেকেই টাকা পাঠায় রাজ্য সরকার। তবে এখনও অনেকেই রয়েছেন, যারা আবেদনপত্র জমা দেওয়া সত্বেও লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাননি।

বন্ধ করুন