মাদ্রাসা সার্ভিস কমিশনের ২০২৪ সালের সহকারি শিক্ষক নিয়োগের পরীক্ষা। সেই পরীক্ষায় সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন এসেছিল বলে খবর। এবার সেই ঘটনায় সিলেবাসের বাইরে যে প্রশ্ন এসেছিল তার নম্বর যাতে দেওয়া হয় তার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ সমস্ত পরিক্ষার্থীকেই ওই প্রশ্নগুলির জন্য বরাদ্দ নম্বর দিতে হবে কমিশনকে। এর ফলে যাঁরা পরীক্ষায় পাশ করবেন তাঁদের পরবর্তী ধাপের জন্য সুযোগ দিতে হবে । নির্দেশ দিয়েছে আদালত।
মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী প্রতীক ধর আদালতে জানিয়েছেন, সিলেবাসের বাইরে ২৭টি প্রশ্নের মধ্য়ে পরীক্ষার্থীদের আটটির নম্বর দেওয়া হয়েছে। বাকি ১৯টির নম্বরও দেওয়া হবে। জানিয়েছেন তিনি।
এদিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় ভুরি ভুরি প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছিল বলে অভিযোগ তুলেছিলেন কর্মপ্রার্থীরা। এদিকে সিলেবাসের বাইরে আসা সেই ২৭টি প্রশ্ন সম্পর্কে চ্যালেঞ্জ জানিয়ে কোর্টে গিয়েছিলেন পরীক্ষার্থীরা। সব মিলিয়ে ১৯জন পরীক্ষার্থী আদালতে গিয়েছিলেন।
এদিকে কেন এভাবে গাদা গাদা প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে দেওয়া হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। কেন এই প্রশ্ন করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হয়নি সেই প্রশ্নও উঠতে থাকে। অবশেষে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মামলাকারীদের আইনজীবী শামিম আহমেদ আদালতে অভিযোগ করেছেন, কমিশনের ভুলে ৪৭টি শূন্যপদে মাত্র ৮জন দ্বিতীয় ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কোর্ট কমিশনের কাছে এনিয়ে তথ্য় চেয়েছিল।