প্রতারণার অভিযোগের তদন্তে দলীয় সাংসদ নুসরত জাঁহাকে ইডির তলবের দায় ঝেড়ে ফেলল তৃণমূল। মঙ্গলবারই নুসরতকে তলব করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এব্যাপারে তৃণমূলের এক মুখপাত্র বলেন, ‘এটা ওর ব্যক্তিগত ব্যাপার।’
ফ্ল্যাট দেওয়ার নামে প্রায় ৪০০ মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে সেভেন্থ সেন্স ইনফ্রাস্ট্রাকচার নামে এক সংস্থার বিরুদ্ধে। সেই সংস্থার বোর্ড অফ ডিরেক্টরসের সদস্য ছিলেন নুসরত। অভিযোগ ওঠে সংস্থা থেকে টাকা নিয়ে কলকাতায় ফ্ল্যাট কিনেছেন তিনি। বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার নেতৃত্বে এই মর্মে নুসরতের বিরুদ্ধে ইডির কাছে আবেদন করেন অবসরপ্রাপ্ত বেশ কয়েকজন বৃদ্ধ। জবাবে নুসরত যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে সংবাদমাধ্যমের বিরুদ্ধে তাঁর ভাবমূর্তি খারাপ করা হচ্ছে বলে অভিযোগ করেন। এমনকী ইডি তাঁকে ডাকবে না বলেও দাবি করেন বসিরহাটের সাংসদ।
সেই ঘটনার তদন্তে মঙ্গলবার নুসরতকে তলব করেছে ইডি। আগামী মঙ্গলবার তাঁকে হাজিরা দিতে হবে। নুসরতকে ইডির তলব প্রসঙ্গ তৃণমূলের এক মুখপাত্র বলেন, এটা নুসরতের ব্যক্তিগত ব্যাপার। ওর আইনজীবী যা বলার বলবেন। যদিও এব্যাপারে নুসরতের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।