কলকাতায় বহুতলে ফাঁকা ফ্ল্যাটে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
1 মিনিটে পড়ুন . Updated: 02 Apr 2022, 10:44 PM IST- তিলজলায় আবাসনের ৫ তলায় অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন।
ফের কলকাতায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু একাকীনি বৃদ্ধার। শনিবার দুপুরে তিলজলার এমসি রায় রোডের একটি আবাসনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় পূর্ণিমা চট্টোপাধ্যায় (৭০) নামে এক মহিলার। প্রাথমিক তদন্তে অনুমান, রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন তিনি।
শনিবার দুপুরে এমসি রায় রোডে অর্জুন অ্যাপার্টমেন্ট নামে ওই আবাসনের পঞ্চম তলে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। ছুটে গিয়ে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। জ্বলছে ফ্ল্যাট। দরজা ভেঙে ভিতরে ঢুকে দগ্ধ অবস্থায় দেখতে পান বৃদ্ধারকে। এর পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ২টি ইঞ্জিন। দমকলকর্মীরা জানিয়েছে, ফ্ল্যাটে প্রচুর প্লাস্টিক মজুত ছিল। যার জেরে আগুন ছড়িয়ে পড়েছে। তবে আগুন কী ভাবে লাগল সে ব্যাপারে নিশ্চিত নন তাঁরা।
প্রতিবেশীরা জানিয়েছেন, মেয়ের সঙ্গে ওই আবাসনে থাকতেন বৃদ্ধা। ঘটনার সময় মেয়ে ফ্ল্যাটে ছিলেন না। সম্ভবত রান্না করতে গিয়ে দগ্ধ হয়েছেন তিনি।