বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Old man with Oxygen Support in Protest: নাকে অক্সিজেনের নল,কঠিন রোগের তোয়াক্কা না করে আরজি করের বিচার চেয়ে রাস্তায় বৃদ্ধ

Old man with Oxygen Support in Protest: নাকে অক্সিজেনের নল,কঠিন রোগের তোয়াক্কা না করে আরজি করের বিচার চেয়ে রাস্তায় বৃদ্ধ

নাকে অক্সিজেনের নল, কঠিন রোগের তোয়াক্কা না করে RG করের বিচার চাইতে রাস্তায় বৃদ্ধ

সিওপিডি অ্যাজমা আছে। অক্সিজেন সাপোর্ট ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না। তা সত্ত্বেও গত ৪ সেপ্টেম্বরের রাত দখলের কর্মসূচিতে হাতে মোমবাতি নিয়ে রাস্তায় নামতে দেখা গিয়েছিল এক বৃদ্ধকে। দাবি করা হচ্ছে, ঘটনাটি হরিদেবপুরের করুণাময়ী অঞ্চলের।

সিওপিডি অ্যাজমা আছে। অক্সিজেন সাপোর্ট ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না। তা সত্ত্বেও গত ৪ সেপ্টেম্বরের রাত দখলের কর্মসূচিতে হাতে মোমবাতি নিয়ে রাস্তায় নামতে দেখা গিয়েছিল এক বৃদ্ধকে। এদিকে সঙ্গে সব সময় অক্সিজেন সিলিন্ডার থাকে বলে আগুন তার জন্যে খুবই বিপদজনক। এদিকে ধোঁয়াও তাঁর শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তবে এই সবের তোয়াক্কা না করেই রাস্তায় নেমে পড়েন বৃদ্ধ। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। দাবি করা হচ্ছে, ঘটনাটি হরিদেবপুরের করুণাময়ী অঞ্চলের। (আরও পড়ুন: আলিপুরদুয়ারে পুলিশের গলাতেও 'উই ওয়ান্ট জাস্টিস', ভাইরাল হল ভিডিয়ো)

আরও পড়ুন: 'DC সেন্ট্রালকে গ্রেফতার করা হোক', ইন্দিরার নামে মারাত্মক অভিযোগে চিঠি CBI-তে

(আরও পড়ুন: RG কর কাণ্ডে প্রশ্নবিদ্ধ পুলিশ, 'ভাইরাল ভিডিয়ো' নিয়ে বিস্ফোরক নির্যাতিতার আন্টি)

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, সেই বৃদ্ধ হাতে মোমবাতি নিয়ে রিক্সায় বসে। রিক্সার পাদানিতে রয়েছে অক্সিজেন সিলিন্ডার। তিনি খুব কষ্ট করে নিশ্বাস নিচ্ছেন। তার মধ্যেই যেন প্রতিবাদী স্বর রয়েছে। কাঁপা কাঁপা হাতে মোমবাতি মাঝে মাঝে নাড়াচ্ছেন। কখনও আবার রিক্সার একটা দিক ধরছেন। তবে তিনি তাঁর প্রতিবাদ ব্যক্ত করতে রাস্তায় নেমেছেন। যা দেখে কুর্নিশ জানাচ্ছে নেটিজেনরা। এদিকে বাংলা জুড়ে বহু জায়গাতেই ৮ থেকে ৮০ সবাইকে পথে নামতে দেখা যায় গত ৪ তারিখের রাতে। এরই মাঝে বহু জায়গায় হয় অশান্তি।

রিপোর্ট অনুযায়ী, বুধবার রাতে গড়িয়া মোড়ে জমায়েত চলাকালীন এক মদ্যপ ব্যক্তি মহিলাদের কুকথা বলেন বলে অভিযোগ ওঠে। উত্তেজিত জনতা তাঁকে গ্রেফতার করার দাবিতে সরব হয়। অভিযুক্ত যুবককে পাটুলি থানায় নিয়ে যাওয়া হয়। তবে সেখানে আগত প্রতিবাদীরা তখনও শান্ত হননি। সেই সময় নাকি নেতাজি নগর থানার ওসি সহ তাঁর টিমের ওপর হামলা চালানো হয়েছিল। অভিযোগ, ওসির গাড়ি ভাঙচুর করা হয়, এমনকী পুলিশকে হুমকি ও গালাগালি দেওয়া হয়। এই আবহে ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে খুনের হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগও দায়ের করা হয়েছে। অপরদিকে বারাসতে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘাত বেঁধেছিল। সেই ঘটনায় ৫ মহিলা সহ ১৮ জনে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার মতো জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। তবে গতকাল আদালত থেকে সেই ১৮ ধৃতকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বাংলার মুখ খবর

Latest News

‘ঝেঁটিয়ে বিদায় কর…’! অরিন্দম শীলের সাসপেনশনের খবর আসার পরেই লিখলেন শতরূপা রিমঝিমদের পরামর্শদাতাদের তালিকা নিয়ে বিতর্ক, আলোচনায় আন্দোলনকারীরা US Open-এ নতুন চ্যাম্পিয়ন! পেগুলাকে স্ট্রেট সেটে হারিয়ে ট্রফি তুললেন সাবালেঙ্কা আরজি কর আন্দোলনে নয়া মোড়, সুপ্রিম শুনানির আগে আজ বসবে 'রাজপথে আদালত' PCB-র অভিনব উদ্যোগ! দলের ভবিষ্যত ও অধিনায়ক বদলাতে আয়োজন করবে ‘কানেকশন ক্যাম্প’ সলমনের বাবার জীবনে ঘটা এই ‘খারাপ ঘটনা’ আটকাতে পারতেন অমিতাভ, সেলিমের আফশোস… 'কথা দিয়েও রাখলেন না' রাজ্যপাল, ক্ষুব্ধ হলেন আন্দোলনকারী চিকিৎসক-নার্সরা 'হামাসের পতাকা' নিয়ে উচ্ছ্বাস? তাই বাতিল ইরানি? আর জ্যাভেলিনে সোনা পেলেন ভারতীয়! ধনু-মকর-কুম্ভ-মীন রাশির আজকের দিনটি কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.