বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > স্বাস্থ্য দফতরের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ৩৫ কোটি প্রতারণার অভিযোগ, গ্রেফতার ১

স্বাস্থ্য দফতরের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ৩৫ কোটি প্রতারণার অভিযোগ, গ্রেফতার ১

ধৃত বুধাদিত্য চট্টোপাধ্যায়

টেন্ডার জালিয়াতির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। বুধাদিত্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শেক্সপিয়র সরণি ও আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, অভিযুক্ত পার্ক স্ট্রিট এলাকায় রয়েছেন।

স্বাস্থ্য দফতরের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতার আনন্দপুর থানার পুলিশ। ধৃত বুধাদিত্য চট্টোপাধ্যায় প্রায় ৩৫ কোটি টাকা প্রতারণা করেছেন বলে অভিযোগ জমা পড়েছে। সোমবার রাতে তাঁকে পার্ক স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করেন গোয়েন্দারা। ধৃতকে আজ আদালতে পেশ করবে পুলিশ।

কসবার রথতলা এলাকার বাসিন্দা বুধাদিত্যবাবু স্বাস্থ্য দফতরের টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে একটি সংস্থার থেকে প্রায় ৩৫ কোটি টাকা নিয়েছিলেন। কিন্তু টেন্ডার পায়নি সংস্থাটি। এমনকী ওই যুবক স্বাস্থ্য আধিকারিকদের সই ও সিল জাল করে একাধিক নথি পেশ করেছিলেন বলেও অভিযোগ। টেন্ডার জালিয়াতির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। বুধাদিত্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শেক্সপিয়র সরণি ও আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, অভিযুক্ত পার্ক স্ট্রিট এলাকায় রয়েছেন। সোমবার রাতে তাঁকে গ্রেফতার করেন আধিকারিকরা।

মমতার পথে হেঁটেই সমস্ত রাজ্যকে নির্দেশ কেন্দ্রের, কী চিঠি এল নবান্নে?‌

মঙ্গলবার সকালে কসবার রথতলা এলাকার ষোড়শী আবাসনে গিয়ে দেখা যায় ফ্ল্যাট ভিতর থেকে বন্ধ। কলিং বেল বাজালেও কেউ দরজা খোলেননি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার অভিযুক্তকে আদালতে তোলা হবে। সে আর কোন কোন প্রতারণার সঙ্গে যুক্ত জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

 

বন্ধ করুন