বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Youth arrested for Molestation: বর্ষবরণের রাতে তরুণীর শ্লীলতাহানি, একমাসের মাথায় গ্রেফতার অভিযুক্ত যুবক

Youth arrested for Molestation: বর্ষবরণের রাতে তরুণীর শ্লীলতাহানি, একমাসের মাথায় গ্রেফতার অভিযুক্ত যুবক

গ্রেফতার যুবক। প্রতীকী ছবি (প্রতীকী ছবি)

তরুণীর সঙ্গে সুরজিতের পরিচয় হয়েছিল সোশ্যাল মাধ্যমে। ক্রমেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। এরপর বর্ষবরণের রাতে ওই তরুণীকে দেখা করার প্রস্তাব দেন যুবক। সেই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলেন তরুণী। সেই মতোই সুরজিতের সঙ্গে বর্ষবরণের রাতে দেখা করতে যান তরুণী। 

বর্ষবরণের রাতে এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল যুবকের বিরুদ্ধে। সেই ঘটনার এক মাসের মাথায় অবশেষে অভিযুক্ত যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুরজিৎ ঘোষ ওরফে রুদ্র। ঘটনাটি ঘটেছিল নিউটাউনে। গ্রেফতারের পর ধৃতকে আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর সঙ্গে সুরজিতের পরিচয় হয়েছিল সোশ্যাল মাধ্যমে। ক্রমেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। এরপর বর্ষবরণের রাতে ওই তরুণীকে দেখা করার প্রস্তাব দেন যুবক। সেই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলেন তরুণী। সেই মতোই সুরজিতের সঙ্গে বর্ষবরণের রাতে দেখা করতে যান তরুণী। অভিযোগ চলন্ত গাড়ির মধ্যেই ওই যুবক তাঁর শ্লীলতাহানি করে। ঘটনায় তিনি থানায় অভিযোগ জানান। তরুণীর অভিযোগ, নিউটাউনের একটি কফি শপে তাঁরা দেখা করেন। এরপর ওই যুবক তাঁকে একটি অভিজাত হোটেলে নিয়ে যান। কিন্তু, তরুণী বাড়ি ফিরতে চাইলে তাঁকে বাধা দেয় ওই যুবক। এরপর গাড়িতে করে তরুণীকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে শ্লীলতাহানি করে বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক বাগুইআটির বাসিন্দা। ওই তরুণী প্রথমে বাগুইআটি থানায় লিখিত অভিযোগ জানান। পরে ঘটনার তদন্তভার নেয় বিধাননগর মহিলা থানার পুলিশ। এরপরে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালায় পুলিশ। অবশেষে শনিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয় পুলিশ জানতে পেরেছে, ওই যুবক মহিলার কাছে নিজেকে রুদ্র বলে পরিচয় দিয়েছিল তবে তাঁর আসল নাম হল সুরজিৎ ঘোষ। ধৃতের বিরুদ্ধে পুলিশ শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন